পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: সমন্বয় বৈঠকে অভিষেকের আসন ফাঁকা রেখে পাশে থাকার বার্তা জোট শরিক শিবসেনার, চুপ বাম-কংগ্রেস

INDIA Coordination committee meeting: ইন্ডিয়া জোটের সমন্বয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন ফাঁকা রেখে তাঁর পাশে থাকার বার্তা দিতে চায় জোট শরিক শিবসেনা ৷ যদিও এ ব্যাপারে এখনও চুপ বাম ও কংগ্রেস ৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 3:17 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর:এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দেওয়ার জন্য বুধবার ইন্ডিয়া জোটের প্রথম সমন্বয় বৈঠকে উপস্থিত হতে পারছেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ বিকেল চারটেয় এই বৈঠক হওয়ার কথা রয়েছে । তবে সেই বৈঠকের আগেই জোট শরিকদের তরফ থেকে অভিষেকের পাশে থাকার বার্তা দেওয়া হল । তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মৌন দুই শরিক বাম ও কংগ্রেস ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এ দিনের প্রথম সমন্বয় বৈঠকে গড়হাজিরার বিষয়টি আগেই একরকম স্পষ্ট হয়ে গিয়েছিল । গতকাল পর্যন্ত এই নিয়ে মুখ খোলেনি কোনও শরিক দলই । অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেকের বদলে অন্য কারও নাম জোটের সমন্বয়ে বৈঠকের জন্য পাঠানো হয়নি । এই অবস্থায় বুধবার অভিষেক নিয়ে মুখ খুলল ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক দল শিবসেনা ।

বৈঠকের দিনই শিবসেনার তরফ থেকে দলের নেতা সঞ্জয় রাউত বলেছেন, বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেকের চেয়ার ফাঁকাই রাখা হবে । শিবসেনার নেতা সঞ্জয় রাউত এ দিন অভিষেক প্রসঙ্গ তুলে বলেন,

"ইডি বা বিজেপি চায় না যে ইন্ডিয়া জোটের বৈঠক হোক । তাই জিজ্ঞাসাবাদের জন্য এই নির্দিষ্ট দিনকে বেছে নেওয়া হয়েছে ।" একইসঙ্গে তিনি এও স্পষ্ট করে দিয়েছেন যে, "বিরোধীদের যে কেন্দ্রীয় সংস্থা হেনস্তা করছে, সেই বার্তা দেশবাসীর কাছে তুলে ধরতে আজ অভিষেকের চেয়ার ফাঁকা রাখা হচ্ছে সমন্বয় বৈঠকে ।"

শিবসেনা এ দিন তৃণমূল কংগ্রেসের পাশে থাকার বার্তা দিলেও এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ খোলেনি সিপিএম বা কংগ্রেসের মতো অন্যতম প্রধান শরিক দল । এই অবস্থায় জোটের বৈঠকে তারাও শেষ পর্যন্ত সঞ্জয় রাউতের পাশে দাঁড়িয়ে তৃণমূলের পাশে থাকার বার্তা দেয় কি না, সেটাই এখন দেখার ।

আরও পড়ুন:ইডি দফতরে অভিষেককে ‘ম্যারাথন’ জিজ্ঞাসাবাদ

ABOUT THE AUTHOR

...view details