কলকাতা, 13 সেপ্টেম্বর:এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দেওয়ার জন্য বুধবার ইন্ডিয়া জোটের প্রথম সমন্বয় বৈঠকে উপস্থিত হতে পারছেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ বিকেল চারটেয় এই বৈঠক হওয়ার কথা রয়েছে । তবে সেই বৈঠকের আগেই জোট শরিকদের তরফ থেকে অভিষেকের পাশে থাকার বার্তা দেওয়া হল । তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মৌন দুই শরিক বাম ও কংগ্রেস ৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এ দিনের প্রথম সমন্বয় বৈঠকে গড়হাজিরার বিষয়টি আগেই একরকম স্পষ্ট হয়ে গিয়েছিল । গতকাল পর্যন্ত এই নিয়ে মুখ খোলেনি কোনও শরিক দলই । অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেকের বদলে অন্য কারও নাম জোটের সমন্বয়ে বৈঠকের জন্য পাঠানো হয়নি । এই অবস্থায় বুধবার অভিষেক নিয়ে মুখ খুলল ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক দল শিবসেনা ।
বৈঠকের দিনই শিবসেনার তরফ থেকে দলের নেতা সঞ্জয় রাউত বলেছেন, বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেকের চেয়ার ফাঁকাই রাখা হবে । শিবসেনার নেতা সঞ্জয় রাউত এ দিন অভিষেক প্রসঙ্গ তুলে বলেন,