পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিনরাজ্যের শ্রমিক উদ্ধারে ব্যস্ত কংগ্রেস সাংসদ থেকে বিধায়ক সকলে - Kolkata

ভিনরাজ্যে আটকে পড়া প্রত্যেক মানুষের জন্য পর্যাপ্ত চাল, ডাল, আলু তেল-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেরও ব্যবস্থা করেছেন কংগ্রেসের নেতারা । যাদের ভিনরাজ্য থেকে এ রাজ্যে ফেরাতে পারেননি, তাদের জন্য উপযুক্ত বাসস্থান এবং খাদ্যের ব্যবস্থাও করেছেন তাঁরা ।

ভিনরাজ্যের শ্রমিক উদ্ধারে ব্যস্ত কংগ্রেস সাংসদ থেকে বিধায়ক সকলে
ভিনরাজ্যের শ্রমিক উদ্ধারে ব্যস্ত কংগ্রেস সাংসদ থেকে বিধায়ক সকলে

By

Published : Mar 31, 2020, 11:34 PM IST

কলকাতা, 31 মার্চ : কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি, বিধায়ক নেপাল মাহাত, বিরোধী দলনেতা আবদুল মান্নান, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র-সহ দলের সকলেই এখন ব্যস্ত ৷ ব্যস্ততার কারণ একটাই, ভিনরাজ্যের শ্রমিকদের উদ্ধার ৷

আবদুল মান্নান পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সহযোগিতায় ভিনরাজ্য থেকে শ্রমিকদের ফিরিয়েছেন জলঙ্গিতে ৷ অধীর চৌধুরি ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের খাদ্যের ব্যবস্থা করেছেন ৷ কংগ্রেসের ডেপুটি নেতা নেপাল মাহাত বেঙ্গালুরু থেকে উদ্ধার করে এনেছেন শ্রমিকদের ৷ বাইরের রাজ্যে থাকা পুরুলিয়ার শ্রমিকদেরও ফিরিয়ে এনেছেন ৷ যাদের আনতে পারেননি, তাদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করেছেন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে যোগাযোগ করে ৷

অধীর চৌধুরি এখনও পর্যন্ত 300জন শ্রমিককে ভিন রাজ্য থেকে এরাজ্যে ফিরিয়ে এনেছেন ৷ আবদুল মান্নান প্রায় 800 শ্রমিককে, চিকিৎসা করতে যাওয়া মানুষকে দক্ষিণ ভারত থেকে রাজ্যে নিয়ে এসেছেন ৷ সোমেন মিত্র প্রায় 500জনকে এরাজ্যে ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছেন । তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে কর্মরত শ্রমিকদেরও রাজ্যে ফিরিয়ে এনেছেন তিনি । সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন তিনি । আজ বিকেলে শ্রমিকরা ফিরেছেন রাজ্যে ।

ভিনরাজ্যে আটকে পড়া প্রত্যেক মানুষের জন্য পর্যাপ্ত চাল, ডাল, আলু তেল-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেরও ব্যবস্থা করেছেন কংগ্রেসের এই তিন নেতা । যাদের ভিনরাজ্য থেকে এ রাজ্যে ফেরাতে পারেননি, তাদের জন্য উপযুক্ত বাসস্থান এবং খাদ্যের ব্যবস্থাও করেছেন তাঁরা । এখনও চেষ্টা চলছে ভিনরাজ্যে আটকে থাকা মানুষ, চিকিৎসা করতে যাওয়া রোগী, এবং শ্রমিকদের এরাজ্যে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রাজ্যের সঙ্গে সরকারি স্তরে যোগাযোগ ।

ABOUT THE AUTHOR

...view details