কলকাতা, ৩১ অক্টোবর : উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকেই জোট বেঁধে লড়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল । আর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিলেন, তিনটি আসনের মধ্যে একটি বামেরা ও দু'টিতে প্রার্থী দেবে কংগ্রেস ।
বিমান বসু জানান, করিমপুরে বামফ্রন্ট ও খড়গপুর ও কালিয়াগঞ্জে প্রার্থী দেবে কংগ্রেস । করিমপুরে তাদের প্রার্থী গোলাম রাব্বি । তৃণমূল ও BJP বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে তাঁর আবেদন, যেখানে বামফ্রন্ট প্রার্থী দিয়েছে সেখানে বামফ্রন্ট প্রার্থীদের আর বাকিগুলিতে কংগ্রেস প্রার্থীদের জেতান ।
লোকসভা ভোটে জোট তো দূরের কথা সমঝোতাও ঠিক করে হয়নি । তার ফল ভুগতে হয়েছে বামফ্রন্ট ও কংগ্রেস দুই শিবিরকেই । তাদেরকে ছাপিয়ে বিরোধী দল হিসেবে উঠে এসেছে BJP । এবার আর একই ভুল করতে চায় না দুই শিবিরের নেতৃত্ব । তাই বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল দুই শিবিরের নেতৃত্বের মধ্যে। প্রদেশ কংগ্রেস ভবনে যেতে দেখা যায় বিমান বসু, সূর্যকান্ত মিশ্রদেরও । আর তিনটি কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা হতেই প্রস্তুতি শুরু করে দেয় তারা । বিমান বসুর উদ্দেশে একটি চিঠিও লেখেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ।
নেতাদের পদক্ষেপ দেখে মনেই হচ্ছিল এবার জোট হচ্ছে । আর আজ কে কোথায় প্রার্থী দিচ্ছে তা ঘোষণা করে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।