কলকাতা, 22 জুন : একুশের বিধানসভা নির্বাচন প্রদেশ কংগ্রেসের অস্তিত্ব রাজ্য বিধানসভার চৌহদ্দি থেকে মুছে দিয়েছে । এই বছর কংগ্রেস এবং বাম শূন্য বিধানসভা গঠিত হয়েছে । অথচ কংগ্রেস আছে কংগ্রেসেই । পুরনো প্রথা অনুসারে অন্তর্কলহপূর্ণ ।
শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী জানিয়েছিলেন, আসন্ন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে চায় না কংগ্রেস । সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েও দেন লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের সাংসদ । অথচ তাঁর উল্টো পথে হেঁটে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দেওয়ার পক্ষে তিনি । আর এর থেকেই তৈরি হয়েছে নতুন বিতর্ক । তবে কি এই প্রার্থী দেওয়া নিয়েই প্রদেশ কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ল ?
এমনিতেই প্রদেশ কংগ্রেস একাধিক গোষ্ঠীতে বিভক্ত । ফলে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা সকলেরই জানা । এই অবস্থায় ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে বিতর্ক গোটা বিষয়টিতে বাড়তি মাত্রা যোগ করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল ।