কলকাতা, 22 জুন : ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে ৷ মানিকতলা থানায় সেই অভিযোগ দায়ের করেন মৃত্যুঞ্জয় পাল নামে এক ব্যক্তি । তবে এই মামলায় রায়ে দেওয়ার এখন দায়ভার পড়েছে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে ৷
আর তাতেই আপত্তি অভিযোগকারীর ৷ তিনি জানান, একসময় কৌশিক চন্দ ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য ছিলেন ৷ সুতরাং, মামলার রায় প্রভাবিত হতে পারেই বলে আশঙ্কা অভিযোগকারীর ৷ আর তাই এই মামলা বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ থেকে সরানোর আবেদন করেছেন তিনি ৷
উল্লেখ্য, গত 8 জুন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী ৷ উদ্দেশ্য ছিল তাঁর বিরুদ্ধে ওঠা এফআইআর খারিজ ৷ এরপরই গত 11 জুন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে এই মামলাটির শুনানি হয় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৷ বিচারপতি পুরো ঘটনার তদন্তের জন্য় সহযোগিতার নির্দেশ দিয়েছিলেন অভিনেতাকে ৷