কলকাতা, 10 নভেম্বর : কোনও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আবার কোনও হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল করার অভিযোগ । এমনই একের পর এক অভিযোগ জমা পড়ছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)-এ । দুর্ব্যবহারের এমন এক অভিযোগের ঘটনায় দুর্গাপুরের বেসরকারি একটি হাসপাতালকে লিখিতভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি 50 হাজার টাকা জরিমানা করল স্বাস্থ্য কমিশন । অন্যদিকে অতিরিক্ত বিলের অভিযোগের অন্য একটি ঘটনায় রোগীর পরিজনদের কাছ থেকে 52 হাজার টাকা না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
দুর্গাপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের বিরুদ্ধে এক রোগীর পরিজনদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ জানানো হয়েছে স্বাস্থ্য কমিশনে । এই অভিযোগের পাশাপাশি রোগীর মেডিকেল রেকর্ডস দেওয়া হয়নি বলেও জানানো হয়েছে । কমিশন জানিয়েছে, দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে বেসরকারি ওই হাসপাতাল । তবে ওই বেসরকারি হাসপাতালকে রোগীর মেডিকেল রেকর্ডস দিতে বলা হয়েছে । এর পাশাপাশি স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এই ঘটনায় বেসরকারি ওই হাসপাতালকে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে । তবে শুধুমাত্র ক্ষমা চাওয়ার বিষয়টিও নয় কমিশন জানিয়েছে, বিভিন্ন খামতি থাকার কারণে দুর্গাপুরের বেসরকারি ওই হাসপাতালকে 50 হাজার টাকা জরিমানা করা হয়েছে । এই 50 হাজার টাকার মধ্যে 40 হাজার টাকা অভিযোগকারীকে দিতে হবে । এবং বাকি 10 হাজার টাকা কমিশনকে দিতে হবে ।