কলকাতা, 29 জুলাই: ইস্ট-ওয়েস্ট মেট্রোর সেন্ট্রাল পার্ক মেট্রো ডিপো এবং স্টেশনের পরিদর্শনে এলেন নর্থ ফ্রন্টিয়ার সার্কেলের কমিশনার ওফ রেলওয়ে সেফটি শুভময় মিত্র। পাশাপাশি গ্রিন লাইনের সেন্ট্রাল পার্ক স্টেশনেরও পরিদর্শন করেন তিনি ৷ শুক্রবার সকাল থেকেই শুরু হয় পরিদর্শন।
যান্ত্রিক বিষয়গুলি ছাড়াও অন্য পরিষেবাগুলিও খতিয়ে দেখেন। একে একে কন্ট্রোল প্যানেল, অপারেশন কন্ট্রোল সেন্টার বা ওসিসি, এএফসিপিসি গেট, টিকিট ব্যবস্থা, এসকালেটর, লিফট, সাইনেজ বোর্ড, অগ্নি নির্ধারণ ও নির্বাপণ ব্যবস্থা, ট্র্যকের সবকটি পয়েন্ট, ট্র্যাক, যাত্রী সুরক্ষা-সহ যাত্রী স্বাচ্ছন্দের সমস্ত দিকগুলি খতিয়ে দেখেন তিনি। প্রথমে সেন্ট্রাল পার্ক থেকে মেট্রোয় চড়ে তিনি সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত যান। সেখান থেকে আবার সেন্ট্রাল পার্ক পর্যন্ত ফিরে আসেন।
প্রসঙ্গত, সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদা পর্যন্ত যাতায়াত করে মেট্রো। বাকি অংশের পরিষেবা চালু হয়ে গেলে হুগলি নদীর নীচ দিয়ে শহর কলকাতা যুক্ত হয়ে যাবে হাওড়ার সঙ্গে। হুগলি নদীর নীচ দিয়ে মেট্রোর যেই অংশটি চলে গিয়েছে, তার যাত্রাপথ হল প্রায় 520 মিটার। মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রিন লাইনে পরিষেবা শুরু হওয়ার পর এই দূরত্ব মাত্র 45 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করা হবে।