পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

10 দিনে কোরোনা রোগীর চিকিৎসার বিল সাড়ে তিন লাখ টাকা, হলফনামা চাইল কমিশন

স্বাস্থ্য কমিশন জানিয়েছে , এই রোগীর শরীরে কোরোনার মৃদু উপসর্গ ছিল । চিকিৎসার জন্য অক্সিজেন , ICU-র সাপোর্ট লাগেনি । তাহলে কীভাবে প্রতিদিন 35 হাজার টাকা করে খরচ ধরা হয়েছে ? বেসরকারি হাসপাতালের কাছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে । হলফনামা দিতে বলা হয়েছে ।

WBCERC
রাজ্য স্বাস্থ্য কমিশন

By

Published : Oct 1, 2020, 1:52 PM IST

কলকাতা , 1 অক্টোবর: মৃদু উপসর্গযুক্ত কোরোনা রোগীর চিকিৎসার খরচ হিসাবে দশ দিনে প্রায় সাড়ে তিন লাখ টাকা বিল করার অভিযোগ উঠল এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে । কীভাবে তা সম্ভব ? তা নিয়ে এবার ওই বেসরকারি হাসপাতালের ব্যাখ্যা নিয়ে হলফনামা চাইল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)।


কোরোনা রোগীর চিকিৎসায় বিল নিয়ে এমনই অভিযোগ উঠেছে নিউ আলিপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের বিরুদ্ধে । WBCERC অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য কমিশন জানিয়েছে , বেসরকারি ওই হাসপাতালে 10 থেকে 19 জুলাই , এই দশ দিন কোরোনা আক্রান্ত এক রোগীর চিকিৎসা হয়েছিল ‌। তাঁর মৃদু উপসর্গ ছিল । ওই দশ দিনে চিকিৎসার খরচ হিসাবে প্রায় সাড়ে তিন লাখ টাকার বিল করা হয়েছে । এই বিল নিয়ে কমিশনে অভিযোগ দায়ের করা হয় । যার জেরে মামলা শুরু হয়েছে । এই মামলার শুনানিতে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে , ওই রোগীকে হাসপাতালের প‍্যাকেজ অনুযায়ী ভরতি করানো হয়েছিল । তাই সেই অনুযায়ী বিল করা হয়েছে । কমিশন জানিয়েছে, 10 দিনে সাড়ে তিন লাখ টাকা অর্থাৎ প্রতিদিন এই রোগীর চিকিৎসার জন্য 35 হাজার টাকা করে খরচ ধরা হয়েছে ।

রাজ্যের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এই রোগীর শরীরে কোরোনার মৃদু উপসর্গ ছিল । চিকিৎসার জন্য অক্সিজেন, ICU-র সাপোর্ট লাগেনি । তাহলে কীভাবে প্রতিদিন 35 হাজার টাকা করে খরচ ধরা হয়েছে ? বেসরকারি হাসপাতালের কাছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে । হলফনামা দিতে বলা হয়েছে । তারপরই এই মামলার পরবর্তী শুনানি হবে ।

ABOUT THE AUTHOR

...view details