পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

8 জুন হতে পারে রাজ‍্য মন্ত্রিসভার বৈঠক

গত 20 মে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু,সেই দিন পরিবর্তন করে ঠিক হয় সেই বৈঠক হবে 28 মে। কিন্তু,আমফানের বিপর্যয়ের জেরে সেই দিনও বাতিল হয়ে যায়।

kol
kol

By

Published : Jun 1, 2020, 8:57 PM IST

কলকাতা, 1 জুন : আগে বাতিল হয়েছে দু'বার। গত 20 মে এবং 28 মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। কিন্তু ঘূর্ণিঝড় আমফানের জেরে সেই বৈঠক বাতিল হয়ে যায়। নবান্ন সূত্রে খবর, আগামী 8 জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসছে চলেছে ।

গত 20 মে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই দিন পরিবর্তন করে ঠিক হয় সেই বৈঠক হবে 28 মে। কিন্তু আমফানের বিপর্যয়ের জেরে সেই দিনও বাতিল হয়ে যায়। কারণ ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি সামাল দিতে রাজ্যের মন্ত্রিসভার সদস্যদের অনেকেই ছিলেন জেলায়। বিপর্যয় মোকাবিলায় কাজ করছিলেন। সেই সূত্রে ওই বৈঠক বাতিল করা হয় বলে নবান্ন সূত্রে খবর। এবার সেই বৈঠকের দিন ঠিক করা হয়েছে 8 জুন ৷

মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা আছে বলে নবান্ন সূত্রে খবর। তারমধ্যে লকডাউন পরবর্তী আর্থিক নীতির বিষয়টিও আছে।একদিকে বিপর্যয় মোকাবিলা, অন্যদিকে লাখ লাখ পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরানোর জন্যও তৈরি করতে হচ্ছে ব্যবস্থাপনা। সঙ্গে কোরোনা মোকাবিলার কাজ। এই সব মিলিয়ে আপাতত রাজ্য প্রশাসন ব্যস্ত। তবে মন্ত্রিসভার বৈঠকও অত্যন্ত জরুরি। এই পরিস্থিতিতে নবান্ন সূত্রে খবর আগামী 8 জুন মন্ত্রিসভার বৈঠকের ডাক দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details