পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলার দাবি আদায়ে দিল্লির দরবারে মুখ্যমন্ত্রী, 20 ডিসেম্বর মোদি-মমতা বৈঠক

CM Mamata Banerjee to meet PM Narendra Modi: 20 ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যাপাধ্যায়ের বৈঠক ৷

ETV Bharat
মুখোমুখি মোদি ও মমতা

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 11:36 AM IST

Updated : Dec 12, 2023, 11:57 AM IST

কলকাতা ও নয়াদিল্লি, 12 ডিসেম্বর: আগেই সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে দেখা করার জন্য সেই সময় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একশো দিনের কাজ-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থের দাবিতে আগামী 17 ডিসেম্বর দিল্লি সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ 20 তারিখ সেই সব দাবিদাওয়া আদায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ নবান্ন সূত্রে এই খবর জানা গিয়েছে ৷ ওইদিন বেলা 11টায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী ৷

সূত্রের খবর, প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রীর এই বৈঠক সংসদ ভবনে হতে চলেছে ৷ এদিকে এই বৈঠকের আগের দিন অর্থাৎ 19 ডিসেম্বর 'ইন্ডিয়া' জোটের বৈঠক হওয়ার কথা ৷ তরপর বুধবারই সংসদ ভবনে মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী ৷

6 ডিসেম্বর তিনি 7 দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন ৷ সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বাংলার মানুষের দাবি আদায়ে সরব হয়েছেন ৷ 10 ডিসেম্বর আলিপুরদুয়ার থেকে তিনি বলেন, "বাংলার মানুষের টাকা দিন, না হলে গদি ছাড়ুন ৷" এর আগেও অক্টোবর মাসে একশো দিনের কাজ-সহ আরও একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকার দাবিতে দিল্লিতে ধরনা কর্মসূচি করেছে তৃণমূল নেতৃত্ব ৷ সেবার তাঁদের নেতৃত্ব দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ অধিবেশন থেকে দিল্লি চলো ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি তখন হুঁশিয়ারি দিয়েছিলেন, সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন তিনি দিল্লি যাবেন ৷ সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য সময় চাইবেন ৷ এই সাক্ষাতে তিনি বাংলার দুঃস্থ মানুষদের জন্য প্রাপ্য বকেয়া মেটানোর কথা জানাবেন স্বয়ং প্রধানমন্ত্রীকে ৷ এই সাক্ষাতেও যদি তা দেওয়ার ব্যবস্থা না হয়, তাহলে মুখ্যমন্ত্রী আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন ৷

সেই কথা অনুযায়ী উত্তরবঙ্গ সফরের মাঝেই তিনি জানান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন ৷ 18, 19 এবং 20 ডিসেম্বর- তিনদিন তিনি দিল্লিতে থাকবেন ৷ ওই 3 দিনের মধ্যে যে কোনও একদিন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন ৷ সেই অনুযায়ী 20 ডিসেম্বর তাঁকে সময় দিলেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন:

  1. 'রাজ্যের সব টাকা নিয়ে যাচ্ছে, বাংলাকে কিছু দিচ্ছে না !' জলপাইগুড়ি থেকে কেন্দ্রকে তোপ মমতার
  2. ‘ইন্ডিয়া’র বৈঠক নিয়ে ফোন এসেছিল রাহুলের, জানালেন মমতা
  3. 'রংয়ের শর্ত তুলে নিয়ে রাজ্যকে জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা দিন', মোদিকে চিঠি মমতার
Last Updated : Dec 12, 2023, 11:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details