কলকাতা, 27 মে : করোনা আবহের মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জুলাই মাসের শেষ সপ্তাহে আগে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে এদিন নবান্ন থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী ৷ পাশাপাশি অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা ৷ পরীক্ষার্থীরা নিজেদের স্কুলেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে ৷
আজ নবান্ন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে বলে জানিয়েছেন তিনি ৷ যেহেতু, কলেজগুলিতে ভর্তির ব্যাপার থাকে তাই মাধ্যমিকের আগে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ উচ্চমাধ্যমিকের আবশ্যিক মোট 15টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে বলে এদিন নবান্ন থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, অন্যান্য যে বিষয়গুলি রয়েছে তার নম্বর নির্ধারণ হবে স্কুলের পরীক্ষার ভিত্তিতে ৷