কলকাতা, 27 অক্টোবর: বর্ষা এবং দুর্যোগ বিদায় নিতেই ডালপালা ছড়াচ্ছে হেমন্ত । সিত্রাং ঘূর্ণিঝড়ের জন্য আটকে থাকা হেমন্তকাল এবার অনুভূত হচ্ছে । দিনের রোদের তাপ থাকলেও ভোরের দিকে ঠান্ডার অনুভূতি । হাওয়া অফিস বলছে পরিষ্কার আকাশ রৌদ্রোজ্জ্বল দিন হিমেল হাওয়ার আগমনে সুবিধা করেছে(Clear Sky Indicate the Beginning of Winter in Bengal)।
আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, এই মুহূর্তে কোনওরকম ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ না থাকায় উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিন পরিষ্কার আকাশ ও আবহাওয়া শুষ্ক থাকবে । উত্তরবঙ্গের জন্য বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির পাহাড়ি এলাকাগুলির দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে । রাত ও দিনের তাপমাত্রা তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না । রাতের তাপমাত্রা সর্বনিম্ন 22 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা(Weather Update of West Bengal)।