ETV Bharat / state
শ্রমিক সংগঠনের বনধে কলকাতায় মিশ্র সাড়া, জেলায় বিক্ষিপ্ত হিংসা
হরতাল
By
Published : Jan 8, 2020, 7:20 AM IST
| Updated : Jan 8, 2020, 6:45 PM IST
সকাল থেকে বাম-কংগ্রেসের ডাকা 24 ঘণ্টার ভারত বনধে ব্যহত স্বাভাবিক জনজীবন । কলকাতায় সকালের দিকে তেমন প্রভাব না দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি তপ্ত হতে থাকে । রাসবিহারী, হাজরা মোড়সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বনধ সমর্থকরা রাস্তা অবরোধ করেন । ট্রেন-মেট্রো-বাসের ছবিটা আর পাঁচদিনের থেকে অনেকটাই আলাদা । কলকাতার পাশাপাশি বিক্ষোভ-প্রতিবাদ-প্রতিরোধের ছবি ধরা পড়েছে বিভিন্ন জেলায় । কখনও মালদায় বোমাবাজির ঘটনা সামনে এসেছে, আবার কোথাও ভাঙচুর হয়েছে সরকারি বাসে । বনধ কোনও সমস্যার সমাধান কি না তা নিয়ে বিতর্ক রয়েছে । রাজ্য সরকার বনধ সমর্থন করছে না বলে জানিয়েছে । কড়া নির্দেশিকতা জারি হয়েছে নবান্নের তরফে । এতকিছুর পরও সামগ্রিকভাবে যে ছবিটা ধরা পড়ছে, তা কিছুটা হলেও হাসি ফোটাতে পারে বাম-কংগ্রেস কর্মী- সমর্থকদের মুখে । রাজ্যে প্রায় সাইনবোর্ডে পরিণত হতে থাকা বাম-কংগ্রেসের ডাকা এই বনধ নিঃসন্দেহে তাদের বাড়তি অক্সিজেন জোগাচ্ছে ।
ধর্মতলা বাস টার্মিনাসে অন্যান্যদিনের তুলনায় কম বাস Live Updates :
- ধর্মতলা বাস টার্মিনাসে অন্যান্যদিনের তুলনায় কম বাস । যাত্রীও রয়েছে কম
- দিনহাটা রেলস্টেশনে শিলিগুড়ি প্যাসেঞ্জার
- বারাসতে বন্ধ ATM কাউন্টার
- জলপাইগুড়ির তুফানগঞ্জে বনধ সমর্থক ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি
- উত্তপ্ত মালদার সুজাপুর । উত্তেজিত জনতাকে সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটালো পুলিশ
- কলকাতায় ভয়ে মাথায় হেলমেট পরে চা বিক্রি করছেন শ্যামল গিরি
বর্ধমানে SFI জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরিকে মাটিতে ফেলে মারধর করল তৃণমূল - বর্ধমানে তৃণমূল কংগ্রেস ও SFI-এর বচসা । SFI জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরিকে মাটিতে ফেলে মারধর করে তৃণমূল
পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় - পাঁশকুড়া স্টেশনে দাঁড়িয়ে যায় বেশ কয়েকটি খড়গপুর ও হাওড়াগামী লোকাল ট্রেন
- পশ্চিম মেদিনীপুরের খড়গপুর - হিজলির কাছেও ট্রেন অবরোধ করে বন্ধ সমর্থকরা
- সরডিহা স্টেশনে এক ঘণ্টা আটকে টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস
এন্টালিতে বিমান-সূর্যর নেতত্বে মিছিল - মালদার গাজোলে পুলিশ-বনধ সমর্থক ধস্তাধস্তি
- যাদবপুর 8বি মোড়ে পুলিশ- বনধ সমর্থকদের ধস্তাধস্তি
- যাদবপুরে ফের মিছিল শুরু বামেদের
- যাদবপুরে 4 নম্বর গেট বন্ধ
- কলকাতার এন্টালিতে বিমান বসুর নেতৃত্বে শুরু মিছিল, তলবে রাজাবাজার পর্যন্ত
যাদবপুরে ধুন্ধুমার, আটক সুজন - হাজরায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হরতাল সমর্থকদের
- যাদবপুরে উত্তেজনা, আটক সুজন চক্রবর্তী
- ভাঙড়ে সকাল থেকেই বন্ধ দোকানপাট বন্ধ
- বন্ধের সমর্থনে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় বন্ধ বাজারহাট
- ডায়মন্ড হারবার শাখার মগরাহাট স্টেশনে ট্রেন বন্ধ করে অবরোধ শুরু বামফ্রন্টের কর্মী-সমর্থকদের
- শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ডহারবার লাইনের বন্ধ ট্রেন চলাচল
রেললাইনে শুয়ে বিক্ষোভ শ্রীরামপুরে - দার্জিলিংয়ে বিক্ষিপ্ত প্রভাব হরতালের
- রায়গঞ্জে চলছে মিছিল
- শ্রীরামপুর স্টেশনে রেললাইনে শুয়ে বিক্ষোভ দেখাচ্ছে হরতাল সমর্থকরা
বিশ্বভারতীতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা - অন্যদিকে, জেলায় জেলায় মিছিল চলছে বাম কংগ্রেস কর্মী-সমর্থকদের
- বিশ্বভারতীতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা
- অশোক ভট্টাচার্যের কথায়, BJP-র বিরুদ্ধে দেশবাসীর এটা সার্বিক প্রতিবাদ
- শিলিগুড়িতে বন্ধ রয়েছে দোকানপাট, স্কুল-কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠান
- দেশজুড়ে হরতালের সমর্থনে শিলিগুড়িতে রাস্তায় নামলেন CPI(M) অশোক ভট্টাচার্য
কলকাতায় মাথায় হেলমেট পরে বাস চালানো শুরু করলেন চালকরা - হেলমেট পরে স্টিয়ারিং ধরলেন সরকারি বাসের চালকরা
- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটেক সামনে চলছে SFI-র অবস্থান
- উলুবেড়িয়ায় রেললাইন অবরোধ
- চাঁদনি চকে ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ সহ গ্রেপ্তার 35
- অন্যান্য দিনের তুলনায় ফাঁকা দেশপ্রিয় পার্ক, রাসবিহারী
- দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে অবরোধ
- কলকাতার চাঁদনিচক থেকে গ্রেপ্তার 35 জন হরতাল সমর্থক
- মধ্যমগ্রাম ফ্লাইওভারের কাছে জোর করে হরতাল সফল করার চেষ্টা
- বসিরহাট ভাবলে স্টেশনে ট্রেন অবরোধ
- ব্যারাকপুর 16 নম্বর রেল গেট অবরোধ
- বর্ধমানের কার্জন গেটের পাশে পেট্রল পাম্পে ভাঙচুর হরতাল সমর্থকদের
- মালদার রথবাড়ি মোড়ে ছোটো গাড়ি ও বাস ভাঙচুর
- বারাসত চাঁপাডালি মোড়ে একযোগে বাম-কংগ্রেসের বিক্ষোভ
দুর্গাপুরে পথে নামল তৃণমূল - দুর্গাপুরে পথে নামল তৃণমূল
- বারাসত কারশেডের সামনে বোমা
- রায়গঞ্জে বাস ভাঙচুর হরতাল সমর্থকদের
- দক্ষিণ পূর্ব রেলের চেঙ্গাইল ষ্টেশনে অবরোধ
- ক্যানিংগামী ও শিয়ালদাগামী দু'টো ট্রেন অবরোধ যাদবপুরে
- টালিগঞ্জ মেট্রো স্টেশন ফাঁকা, নেই যাত্রী
- স্বাভাবিক ই এম বাইপাস চত্বর
- যাদবপুরের হরতাল সমর্থকদের মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী
- হরতালের প্রভাব উত্তর কলকাতায় থাকলেও স্বাভাবিক দক্ষিণ কলকাতার হাজরা, কালীঘাট ও টালিগঞ্জ চত্বর
- কলকাতায় মাথায় হেলমেট পরে বাস চালাচ্ছেন চালকরা
পূর্ব মেদিনীপুরের বেশকিছু জায়গায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ - পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গায় অবরোধ
- বিরাটি স্টেশনে অবরোধ, বনগা লাইন অবরুদ্ধ
- বারাসাত -হৃদয়পুর স্টেশনের মাঝে রেললাইনে বোমা, বন্ধ ট্রেন চলাচল
- দুর্গাপুরে 2 নম্বর জাতীয় সড়কে অবরোধ হরতাল সমর্থকদের
- বেলঘরিয়ার 4 নম্বর গেটে
- টালিগঞ্জে চলছে মিছিল
- অবরোধে পুরোপুরি বন্ধ শিয়ালদা মেইন শাখা
- দক্ষিণ কলকাতার লেক মার্কেটে বন্ধ দেকান-পাট
- উত্তর কলকাতায় প্রায় দোকানই বন্ধ রয়েছে
- উত্তর কলকাতার সবক'টি মোড়ে রয়েছে পুলিশ পিকেটিং
- যাদবপুর 8 বি বাসস্ট্যান্ডে হরতাল সমর্থদের মিছিল
- উলুবেড়িয়া লাডকো জুটমিলে অচলাবস্থা, প্রথম শিফটে লোক নেই
- মগরাহাট স্টেশনে রেল অবরোধ
Last Updated : Jan 8, 2020, 6:45 PM IST