পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 6, 2020, 1:15 PM IST

ETV Bharat / state

এলাকায় জমে জল, সরাসরি মুখ্য প্রশাসকের কাছে অভিযোগ বাসিন্দাদের

অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায় ৷ নিকাশি ব্যবস্থা বেহাল ৷ চরম দুর্ভোগে বাসিন্দারা ৷ সরাসরি যোগযোগ করলেন KMC-র মুখ্য প্রশাসকের সঙ্গে ৷

Kolkata Municipal Corporation
নাগরিকের সঙ্গে KMC-র মুখ্য প্রশাসকের সরাসরি যোগাযোগ

কলকাতা, 6 সেপ্টেম্বর : বৃষ্টি হলেই কয়েকটি এলাকায় জল জমার সমস্যা প্রকট হয়ে দাঁড়াচ্ছে ৷ এই বিষয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের কাছে ফোন করে জানান অনেকেই ৷ তিনি এনিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ৷

কলকাতার অন্তর্গত হয়েছে দক্ষিণ যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, ঠাকুরপুকুর ৷ এই সমস্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ, একটু ভারী বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যাচ্ছে ৷ নিকাশি ব্যবস্থার বেহাল দশা ৷ জল জমে যাচ্ছে রাস্তায় ৷ এই কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে ৷ এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছেন ৷

জমা জলের কারণে একাধিক রোগও বেড়েছে ৷ গতকাল টক টু অ্যাডমিনিস্ট্রেটরে ফোন করেন 113 নম্বর ওয়ার্ডের বাঁশদ্রোণীর নিরঞ্জন পল্লি থেকে মিঠু দাস, 127 নম্বর ওয়ার্ডের কাষ্ঠভাঙা থেকে স্নেহা ঘোষ সহ আরও অনেকে ৷

তাঁদের অভিযোগ, রাস্তায় জল জমে গেছে ৷ নাজেহাল দশা ৷ এছাড়া পয়প্রণালী থেকে নোংরা জল রাস্তায় এসে মিশছে ৷ দীর্ঘদিন ধরে স্থানীয় কাউন্সিলরকে বলেও কোনও সুরাহা হয়নি ৷ কেবল আশ্বাসই দিয়ে গেছেন ৷ তাই এক প্রকার বাধ্য হয়ে মুখ্যপ্রশাসককে জানিয়েছেন তাঁরা ৷

অভিযোগগুলি স্বীকার করে ফিরহাদ হাকিম বলেন, "1985 সালে যাদবপুর, বেহালা, টালিগঞ্জ নতুন করে এলাকাভুক্ত হয়েছে ৷ এলাকাগুলি তুলনামূলকভাবে নিচু হওয়ার ফলে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে ৷ এই এলাকাগুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ছিল ৷ নিকাশি ব্যবস্থা সেভাবে গড়ে তোলা হয়নি ৷ তাই এই সমস্যা হচ্ছে ৷"

তিনি আরও জানান, "এলাকাগুলিতে ঠিকমতো নিকাশি নালা তৈরি করার আগেই জমিতে বাড়ি তৈরি হয়ে যায় ৷ আগে এই এলাকায় জল জমলে সে জল গড়িয়ে টালি নালাতে গিয়ে পড়ত ৷ কিন্তু এই সব এলাকায় ঘনবসতি তৈরি হয়ে যাওয়ার ফলে জল বেরোতে পারে না ৷ জমে থাকে ৷"

অভিযোগ জানার পর তিনি দ্রুত সমস্যা মেটানোর জন্য ইঞ্জিনিয়র ও বিভাগীয় ডিজ়িটাল ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনায় বসেন ৷ নিকাশি ব্যবস্থার কাজ করার নির্দেশ দেন ৷ এছাড়া এলাকায় আবর্জনার কারণে নিকাশি নালা বন্ধ হয়ে গেছে কি না তা খতিয়ে দেখতে বলেন ৷ এবং সাত দিনের মধ্যে ওই সমস্ত এলাকা থেকে জল জমার সমস্যা দূর করতে ব্যবস্থা নিতে নির্দেশ দেন ৷

ABOUT THE AUTHOR

...view details