পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শীতলকুচি কাণ্ডে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে তলব সিআইডির

কোচবিহারের শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় এবার প্রাক্তন পুলিশ অফিসার দেবাশিস ধরকে তলব করল সিবিআই ৷ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে সিআইডি সূত্রে খবর ।

শীতলকুচি কাণ্ডে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে তলব সিআইডি-র
শীতলকুচি কাণ্ডে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে তলব সিআইডি-র

By

Published : Jun 14, 2021, 12:11 PM IST

কলকাতা, 14 জুন : শীতলকুচি কাণ্ডে কোচবিহার জেলার প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে তলব করল সিআইডি । ভবানী ভবন সূত্রে খবর, আগামী 18 জুন সকাল সাড়ে এগারোটার মধ্যে তাঁকে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে সিআইডি সূত্রে খবর ।


যেহেতু দেবাশিস ধর সেই ঘটনার সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন এবং ঘটনার পর তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, আত্মরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালিয়েছিল । ফলে গোয়েন্দারা তাঁর কাছ থেকে জানতে চান পুলিশ সুপার হিসেবে ঘটনাটি জানার পর তিনি কী কী পদক্ষেপ করেছিলেন, কতক্ষণের মধ্যে তিনি ঘটনাস্থলে কিউআরটি দল পাঠান, কে কে ছিল কিউআরটি টিমে, তিনি নিজে কী কী খবর পেয়েছিলেন, কখন উপর মহলকে গোটা বিষয়টি জানিয়েছিলেন ৷ এই সব প্রশ্ন-সহ আরও একাধিক প্রশ্নের উত্তর খুঁজতেই দেবাশিসবাবুকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা ।


সম্প্রতি শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় সিআইডির হাতে চাঞ্চল্যকর তথ্য আসে । জানা গিয়েছে, বুথের দরজা তাক করেই গুলি চালানো হয়েছিল । গুলি আটকাতে দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ দরজা ভেদ করে গুলি ঢুকে যায় । পাশাপাশি ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডেও গুলি লেগেছিল । সেই চিহ্নও পেয়েছেন গোয়েন্দারা ।

আরও পড়ুন :লোকাল ট্রেন পরিষেবা চালু করতে রাজ্যকে চিঠি রেলের

ABOUT THE AUTHOR

...view details