কলকাতা, 15 অক্টোবর: বউবাজারের মেট্রো বিপর্যয় নিয়ে শনিবার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bowbazar Metro Crisis) ৷ বৈঠকে ছিলেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (KMRCL) আধিকারিক, রেল বোর্ডের সদস্য এবং অন্যান্য আধিকারিকরা (CM Mamata Banerjee on Bowbazar Metro Crisis)।
এই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থল পরিদর্শনে যান ৷ শুক্রবার সুড়ঙ্গের যে অংশে জল ঢুকছিল সেই জল গ্রাউটিং করে আপাতত বন্ধ করা গিয়েছে। শনিবার এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (KMRCL) পক্ষ থেকে।
সুড়ঙ্গের ভিতরে মাটি শক্ত করার কাজও চলছে এর পাশাপাশি। বউবাজারের বর্তমান পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে তা নিয়েই এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রেল বোর্ড, কলকাতা পুলিশের প্রতিনিধিরা ৷ ছিলেন স্থানীয় সাংসদ, বিধায়ক এবং পৌরপিতা।
মেট্রোর কাজ শেষ হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়ে সমীক্ষা করানো হবে, বললেন ফিরহাদ আরও পড়ুন:বউবাজারে ফের বিপর্যয়, সাফাই দিল কেএমআরসিএল
এদিন পরিদর্শনে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, "মুখ্যমন্ত্রী বৈঠকে নির্দেশ দিয়েছেন যত শীঘ্র সম্ভব বউবাজার বিপর্যস্ত এলাকায় একটি ক্যাম্প করতে হবে ৷ কাদের কী, কী অসুবিধা হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন পুলিশ ও প্রশাসনকে ৷ এছাড়াও এরপর থেকে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ যা কাজ করবে তা কলকাতা পৌরনিগম ও কলকাতা পুলিশকে জানাতে হবে ৷ বর্তমান যা মেট্রো রেলের তরফে কাজ চলছে তা শেষ হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়ে সমীক্ষা করানো হবে ৷"