নরেন্দ্রপুর, ৯ মার্চ: চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল নরেন্দ্রপুরে। প্রতারিত যুবকের নাম চন্দ্রভাল ঘোষ। তিনি নরেন্দ্রপুরের কামালগাছির বাসিন্দা। ঘটনার পর চন্দ্রভাল নরেন্দ্রপুর থানা ও বারুইপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চাকরি করতে ইচ্ছুক ? হ্যাঁ বলতেই গায়েব ১০ হাজার টাকা - online
চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল নরেন্দ্রপুরে।
৬ মার্চ চন্দ্রভালকে এক ব্যক্তি ফোন করে। সে নিজেকে একটি জব পোর্টালের কর্মী হিসেবে পরিচয় দেয়। ওই ব্যক্তি পোর্টালে নাম রেজিস্ট্রেশনের জন্য ১০ টাকা ফি জমা দিতে বলে চন্দ্রভালকে। কিন্তু পরে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন দফায় ১০ হাজার টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ। টাকা কেটে নেওয়ার পর চন্দ্রভালের কাছে ব্যাঙ্ক থেকে ফোন আসে। তাঁকে ব্যাঙ্ক থেকে জিজ্ঞাসা করা হয় তিনি এই লেনদেন করেছেন কি না। তারপর ব্যাঙ্ক থেকে চন্দ্রভালের ATM কার্ডটি ব্লক করে দেওয়া হয়।
চন্দ্রভাল বলেন, " আমার কাছে একটি ফোন আসে। যে ফোন করেছিল সে নিজেকে একটি জব পোর্টালের কর্মী হিসেবে পরিচয় দেয়। সে জানতে চায় আমি জবের জন্য ইচ্ছুক কিনা? আমি হ্যাঁ বলার পর আমাকে ইন্টারভিউয়ের জন্য ১০ টাকা অনলাইনে জমা করতে বলে। আমাকে অনলাইনে একটি ফর্ম পাঠানো হয়। সেটি ফিলআপ করার পর অনলাইন ট্রানজ়াকশানের জন্য আমার ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের নম্বর চাওয়া হয়। আমি সেটা দিয়ে দিই। এরপর আমার মেল আইডি, ATM পিন ও ফোন নম্বর চাওয়া হয়। আমি সেটা দেওয়ার পরই আমার অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা কেটে নেওয়া হয়। " পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।