কলকাতা, 22 নভেম্বর: আজ থেকে কলকাতা মেট্রোরেলে চালু হল চন্দ্রযান-3 লোগো সমেত টোকেন টিকিট ৷ ব্লু, গ্রিন ও পার্পেল লাইনের সব টিকিট কাউন্টার থেকেই পাওয়া যাচ্ছে এই বিশেষ ডিজাইনের টোকেন । ভারতের চাঁদে অবতরণকে উদযাপন করতেই এই নয়া উদ্যোগ মেট্রোরেল কর্তৃপক্ষের ৷
ভারতীয় গবেষণা সংস্থা বা ইসরোর চন্দ্রযান-3 এর ধাঁচে আত্মপ্রকাশ করেছে কলকাতা মেট্রোরেলের এই টোকেন । বিশ্বের মধ্যে ভারত প্রথম দেশ যে সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম ল্যান্ডারকে অবতরণ করাতে পেরেছে । এই ঐতিহাসিক মুহূর্তকে চিরকাল স্মৃতির পাতায় ধরে রাখতে চায় কলকাতা মেট্রোরেলও । তাই এই বিশেষ টোকেন চালু হয়েছে ৷ নতুন সাজে এক লক্ষ টোকেন পাওয়া যাবে সবকটি স্টেশনের কাউন্টার থেকেই । তবে শুধু রোজ যাতায়াতে ব্যবহার না করে স্মারক হিসেবে এই টোকেনগুলি নিজের সংগ্রহে রেখে দিতে পারেন যাত্রীরা ৷ তার জন্য টিকিট কাউন্টার থেকে টোকেনটি কিনতে পারেন তাঁরা ।
23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের মহাকাশযান চন্দ্রযান-3 সফলভাবে অবতরণ করে ৷ এর মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছেন ইসরোর বৈজ্ঞানিকরা । এটা যেমন ইসরোর কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা তেমনই পৃথিবীর যেকোনও প্রান্তে থাকা ভারতীয়র কাছে গর্বের । তাই এবার চন্দ্রযান-3 এর ধাঁচে তৈরি হল কলকাতা মেট্রোর এই টোকেন । এটি শুধুমাত্র একটি টোকেন নয়, স্মৃতি বা মেমেন্টোও বটে । তাই নতুন সাজের টোকেন হাতে পেয়ে যাত্রীরা স্বভাবভাবেই আনন্দিত এ দিন । কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের এক লক্ষ টোকেন বিক্রি করা হবে । নতুন লোগো দিয়ে টোকেন বিক্রি হচ্ছে কাউন্টার থেকে ।
প্রসঙ্গত, এর আগেও টোকেনে ব্র্যান্ডিং করা হয়েছে । ওই সময় দুটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল কলকাতা মেট্রোরেল । চলতি বছরের অগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডিং-সহ টোকেনের টেমপ্লেট প্রকাশ করা হয় । ওই টোকেনগুলিও টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে । দেশের স্বাধীনতার 75তম বর্ষে বিশেষ টোকেন করেছিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন:
- কলকাতা মেট্রোর টোকেনে চন্দ্রযান-3 লোগো, কেনা যাবে স্মারক হিসেবেও
- কলকাতা মেট্রো টোকেনেও আজাদি কা অমৃত মহোৎসব
- নতুন রূপে টোকেন! বড়দিনের আগে কলকাতা মেট্রোর জোড়া চমক