কলকাতা, 15 জুলাই : রাজ্যে সক্রিয় মৌসুমী বায়ু । আগামী 24 ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে । দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । তবে উত্তরবঙ্গে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হবে । উত্তরের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ।
ওড়িশা উপকূলের কাছে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি হারিয়েছে । আগামী 120 ঘ্ণ্টায় বঙ্গোপসাগরে কোনও গভীর নিম্নচাপ তৈরির হওয়ার সম্ভাবনা নেই ।
আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, ও জলপাইগুড়ি জেলায় । আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।