কলকাতা, 7 অক্টোবর : পুজোর দিনগুলোতেও রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা । দেশের প্রথম প্রান্ত থেকে ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু । তবে আমাদের রাজ্যে এখনও রয়েছে বর্ষা । একের পর এক নিম্নচাপের জেরে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু । আমাদের রাজ্য থেকে 10 তারিখের পর বর্ষা বিদায়ের কথা থাকলেও 13 তারিখ নাগাদ বঙ্গোপসাগরের উপর ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ । এর ফলে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায়ের পর্ব আরও কয়েকদিন পিছিয়ে গেল । বেশ কিছুদিন বর্ষা থাকবে রাজ্যে ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে দুই মেদিনীপুর-সহ দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়া জেলায় আগামী 14 ও 15 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । 13 তারিখ দুর্গাষ্টমীতে বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর করবে । আমাদের রাজ্যে সরাসরি এর প্রভাব না পড়লেও অষ্টমী, নবমী ও দশমীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, 13 তারিখ অষ্টমীতে বৃষ্টির পরিমাণ কম থাকলেও 14 ও 15 তারিখ অর্থাৎ নবমী ও দশমীতে বৃষ্টির পরিমাণ বাড়বে ।
আরও পড়ুন :Mousuni Island Tourism: নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত মৌসুনি পর্যটন, পুজোর মুখে মাথায় হাত ব্যবসায়ীদের