পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Weather Forecast : বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের ভ্রুকুটি, পুজোয় তিনদিন বৃষ্টির আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ৷ এবার পুজোয় কি তবে নতুন জামা পরে ছাতা হাতে ঘুরতে হবে ? কী বলছে আলিপুর আবহাওয়া অফিস ?

Weather Forecast
Weather Forecast

By

Published : Oct 7, 2021, 9:35 AM IST

Updated : Oct 7, 2021, 10:44 AM IST

কলকাতা, 7 অক্টোবর : পুজোর দিনগুলোতেও রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা । দেশের প্রথম প্রান্ত থেকে ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু । তবে আমাদের রাজ্যে এখনও রয়েছে বর্ষা । একের পর এক নিম্নচাপের জেরে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু । আমাদের রাজ্য থেকে 10 তারিখের পর বর্ষা বিদায়ের কথা থাকলেও 13 তারিখ নাগাদ বঙ্গোপসাগরের উপর ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ । এর ফলে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায়ের পর্ব আরও কয়েকদিন পিছিয়ে গেল । বেশ কিছুদিন বর্ষা থাকবে রাজ্যে ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে দুই মেদিনীপুর-সহ দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়া জেলায় আগামী 14 ও 15 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । 13 তারিখ দুর্গাষ্টমীতে বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর করবে । আমাদের রাজ্যে সরাসরি এর প্রভাব না পড়লেও অষ্টমী, নবমী ও দশমীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, 13 তারিখ অষ্টমীতে বৃষ্টির পরিমাণ কম থাকলেও 14 ও 15 তারিখ অর্থাৎ নবমী ও দশমীতে বৃষ্টির পরিমাণ বাড়বে ।

আরও পড়ুন :Mousuni Island Tourism: নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত মৌসুনি পর্যটন, পুজোর মুখে মাথায় হাত ব্যবসায়ীদের

আগামী 24 ঘণ্টা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আকাশ আংশিক মেঘলা থাকবে । আগামী 2-3 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির আবহাওয়া জারি থাকবে । তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বাড়বে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকবে । সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ৷ উত্তরবঙ্গে আজ থেকে ফের বৃষ্টিপাত শুরু হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর । 9 তারিখ অর্থাৎ শনিবার থেকে অবস্থার উন্নতির সম্ভাবনা ৷

আগামী 24 ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ 34 এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97 শতাংশ ।

আরও পড়ুন :House Collapsed : প্রবল বর্ষণে কর্নাটকে বাড়ি ভেঙে মৃত 7

Last Updated : Oct 7, 2021, 10:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details