পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামী 48 ঘণ্টায় রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা - ঝড়-বৃষ্টি

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করছে । যার জেরে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে । এর ফলে আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া তেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘণ্টায় ৷

weatherforcast
weatherforcast

By

Published : May 2, 2020, 3:30 PM IST

কলকাতা, 2 মার্চ : অসমে ঘূর্ণাবর্তের জেরে আগামী 24 ঘণ্টায় কলকাতা ও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সেই সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে । ফলে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে । এর জেরে আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সোমবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া তেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘণ্টায়, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকার উপরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ । এই নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে আগামী 48 ঘণ্টায় । আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন "আগামী পাঁচ তারিখ নাগাদ এই নিম্নচাপ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে । তবে আগামী ছয় তারিখ পর্যন্ত এই নিম্নচাপের কারণে রাজ্যে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই ৷ যেহেতু পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপটি অনেকটা দূরে আবস্থান করছে, তাই এখানে সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা খুব কম ।"

তিনি আরও জানান, এই নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টি হবে তা মূলত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে । আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা মাঝারি বৃষ্টি হবে দুই ও তিন তারিখে । বৃষ্টির পরিমাণ বাড়বে চার ও পাঁচ তারিখ ৷ তখন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অতি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

পাশাপাশি কলকাতায় আজ সকাল থেকে আকাশ মেঘলা । বিকেলের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও শহরতলিতে । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 96 শতাংশ সর্বনিম্ন 61 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 21.1 মিলিমিটার । তবে আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ও সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

আন্দামান সাগরে ও বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব পড়বে না আমাদের রাজ্যে । তবে অভিমুখ পরিবর্তন করতে পারে যে কোনও সময় । তাই প্রতিমুহূর্ত নিম্নচাপের ওপর নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হওয়ার সময় ঝড়ের গতিবেগ থাকবে প্রায় 70 কিলোমিটার, জানিয়েছে হাওয়া অফিস ।

ABOUT THE AUTHOR

...view details