পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

No Corruption in Awas Yojana: আবাস যোজনায় দুর্নীতির কোনও প্রমাণ নেই, চিঠি দিয়ে নবান্নকে জানাল কেন্দ্র

পঞ্চায়েত নির্বাচনের আগে অস্ত্র ভোঁতা হল বিরোধীদের ৷ কেন্দ্রীয় সরকার চিঠি লিখে নবান্নকে (Centre writes letter to Nabanna) জানিয়ে দিয়েছে যে, আবাস যোজনায় কোনও দুর্নীতির প্রমাণ নেই (No Corruption in Awas Yojana)৷

Nabanna and Mamata Banerjee ETV bharat
নবান্ন ও মমতা

By

Published : Mar 5, 2023, 7:39 PM IST

Updated : Mar 6, 2023, 7:27 PM IST

কলকাতা, 5 মার্চ: রাজ্যের জন্য বড় স্বস্তি । একইসঙ্গে বড় জয়ও । চিঠি দিয়ে কেন্দ্র জানাল, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ মেলেনি (No Corruption in Awas Yojana)। এ ক্ষেত্রে বাড়ির অনুমোদন থেকে বাতিল, সবই হয়েছে কেন্দ্রীয় নিয়ম মেনেই । আর এতেই পঞ্চায়েত নির্বাচনের আগে বড় অস্ত্র হাতে পেল রাজ্যের শাসক দল (Centre writes letter to Nabanna)।

কারণ আবাসে বড় দুর্নীতির (Corruption in Awas Yojana) অভিযোগ তুলে রাজ্যকে কোনঠাসা করতে ময়দানে নেমেছিল বিরোধী পক্ষ । এ বার কেন্দ্রীয় সরকারের এই সার্টিফিকেট শাসককে বাড়তি অক্সিজেন যোগাতে শুরু করেছে । এ বার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে পালটা জানতে চাইছে যে, যাঁরা দুর্নীতির মিথ্যে অভিযোগ তুলে বাজার গরম করতে চাইছিল এবং এই নিয়ে রাজনীতি করতে ময়দানে নেমেছিল, তাঁদের বিরুদ্ধে রাজ্য কোনও পদক্ষেপ করতে পারে কি না !

প্রসঙ্গত, আবাস নিয়ে সাম্প্রতিক অতীতে প্রচুর অভিযোগ প্রকাশ্যে আসছিল । বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল, সাধারণ মানুষকে বঞ্চিত করে অনৈতিকভাবে অযোগ্যদের বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে । বহু ক্ষেত্রে এমনটি করার পেছনে দুর্নীতির চোখও থাকতে পারে । অর্থাৎ সেক্ষেত্রে বিরোধীরা অঙ্গুলি নির্দেশ করছিল আর্থিক লেনদেনের দিকে । এমনকী অভিযোগ প্রকাশ্যে আসার পর অভিযোগ খতিয়ে দেখতে আসে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি দল । কিন্তু কেন্দ্রের তরফ থেকে তাদের হতাশ করে যে রিপোর্ট রাজ্যকে পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে, আবাসে কাটমানি বা ঘুষ নেওয়ার কোনও অভিযোগ প্রমাণিত হয়নি ।

নবান্ন সূত্রে খবর, এদিন কেন্দ্রের চিঠি হাতে পাওয়ার পর নবান্নের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বকেয়া চেয়ে পালটা চিঠি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে । একইসঙ্গে, নবান্নের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলে যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে তা হল, অতীতে দুর্নীতির অভিযোগ ওঠার পর কেন্দ্রের তরফ থেকে চিঠি দিয়ে রাজ্যকে বলা হয়েছিল, যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ৷ প্রয়োজনে এফআইআর পর্যন্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল । এই মুহূর্তে যেহেতু কোনও অনিয়ম খুঁজে পাওয়া যায়নি, অতএব রাজ্য মনে করছে যারা অভিযোগ করেছিল তারা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এই অভিযোগ তুলছিল ৷ এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে জানতে চাওয়া হবে, এ ক্ষেত্রে যারা মিথ্যা অভিযোগ তুলেছিল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে !

আরও পড়ুন:বকেয়া টাকা ও আবাস যোজনা নিয়ে নির্মলাকে তোপ ফিরহাদের

এ দিন এই নিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, "আগামিকাল অর্থাৎ সোমবার থেকে রাজ্যে বর্ধিত বাজেট অধিবেশন শুরু হচ্ছে বিধানসভায় । এ ক্ষেত্রে এই চিঠি সম্পর্কে যা বলার আমি বিধানসভাতেই বলব ।" একইসঙ্গে তাঁর সংযোজন, "আবাস যোজনা নিয়ে অভিযোগ পেয়ে কেন্দ্র চিঠিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, এমনকী এফআইআর করারও পরামর্শ দিয়েছিল । কেন্দ্রীয় দল যখন কোনও দুর্নীতির হদিশই পায়নি, তাহলে কি ধরে নেব যে মিথ্যে অভিযোগকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার কথা বলেছে কেন্দ্র ?"

Last Updated : Mar 6, 2023, 7:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details