কলকাতা, 5 মে :ভিন রাজ্যের মানুষের কাছে বাংলা মানেই হল হাওড়া ব্রিজ, রসগোল্লা আর দুর্গাপুজো ৷ বাঙালিরশ্রেষ্ঠ উৎসব৷ ধর্মের বেড়াজাল ভেঙে উমার আগমনের জন্য সারা বছরের অপেক্ষা করে থাকে এ রাজ্যের প্রতিটি মানুষ ৷ বাংলার সেই শ্রেষ্ঠ উৎসবকেই হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো (UNESCO) ৷ আগামিকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই স্বীকৃতি প্রাপ্তির উদযাপন আয়োজন করেছে কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক ৷ উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বাঙালির পুজো, অথচ সেই অনুষ্ঠানেই নেই এ রাজ্যের কোনও প্রতিনিধি ৷ আমন্ত্রণ পাননি খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ! ডাকা হয়নি বাংলার পুজো কমিটিগুলিকে ৷
কেন আমন্ত্রণ জানানো হয়নি ? বৃহস্পতিবার এই বিষয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করা হয় ৷ প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও পরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মুখ্যমন্ত্রী বলে ওঠেন, "তোমরা এতো রাগ করছ কেন ? কেউ যদি রসগোল্লা খেতে চাই তুমি কি তাকে দেবে না ! অতিথি আসলে অতিথিকে আপ্যায়ন তো করতে হয় ।" এরপরই বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "গাঁয়ে মানে না আপনি মোড়ল । ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোঁসাই । ওরা দুর্গাপুজো মানে কী মানে না সেটা তো আপনারা সবাই জানেন । আগে বলতো বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না । সত্যিই বাংলায় যদি দুর্গাপুজো করতে নাই দেওয়া হয়, তাহলে ইউনেস্কো কীভাবে দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করল ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর ৷ তিনি বলেন, "পুরস্কার পাওয়ার পর আপনারা অনুষ্ঠান করছেন খুব ভাল কথা । কিন্তু মনে রাখবেন, এসবের পরও বাংলার মানুষ কখনওই আপনাদের সঙ্গ দেবে না । মা দুর্গাও দেবে না । কারণ দুর্গাপুজো নিয়ে আপনারা মিথ্যে প্রচার করেছেন ।"