কলকাতা, 10 এপ্রিল : প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না। সব বুথে তো নয়ই, বুথ প্রেমিসেসেও থাকছে না বাহিনী। কমিশন সূত্রে খবর। 65 শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী।
প্রথম দফায় সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী - kolkata
প্রথম দফার নির্বাচনে রাজ্যের সব বুথে তো নয়ই, সব বুথ প্রেমিসেসেও থাকছে না কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে খবর।
ফাইল ফোটো
নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত যে পরিকল্পনা রয়েছে, তাতে একবুথ বিশিষ্ট ভোটকেন্দ্র ও স্পর্শকাতর ভোটকেন্দ্রে থাকবে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী। সাধারণ বুথে থাকবে 2 জন করে সশস্ত্র রাজ্য পুলিশ। 2 বুথ বিশিষ্ট স্পর্শকাতর ভোটকেন্দ্রে থাকবে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে থাকবে 2 জন লাঠিধারী রাজ্য পুলিশ।