কলকাতা, ১৬ মার্চ : লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে আজ কলকাতায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোটারদের আত্মবিশ্বাস ও আস্থা অর্জনেই এই রুট মার্চ।
ভোটারদের আস্থা অর্জনে শহরে রুট মার্চ জওয়ানদের - loksabha election
লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে আজ কলকাতায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কলকাতার হেস্টিংস মোড়, বৌবাজার, চিৎপুর, মানিকতলা, উল্টোডাঙ্গা থানাগুলির বিভিন্ন অঞ্চলে রুট মার্চ করে জওয়ানরা। বউবাজার থানার অ্যাডিশনাল OC-র নেতৃত্বে সেন্ট্রাল অ্যাভিনিউ, নির্মলচন্দ্র স্ট্রিট, দেবেন্দ্র মল্লিক স্ট্রিট সহ ১৪টি জায়গায় রুট মার্চ চলে।
পুলিশ সূত্রে খবর, আগামীকাল থেকে কলকাতার সব ক'টি থানা এলাকায় রুট মার্চ শুরু করবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কলকাতা লেদার কমপ্লেক্স থানা, আমহার্স্ট স্ট্রিট, বড়তলা, বৌবাজার, আলিপুর, চেতলা, উলটোডাঙ্গা, মানিকতলা থানা এলাকায় রুট মার্চ হবে।