কলকাতা, 16 জুলাই : CBSE-র দশম শ্রেণিতে রাজ্যে মোট পাশের হার 95.24 শতাংশ । ভালো ফল করেছে কলকাতার পড়ুয়ারা । ফল প্রকাশের পরই সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে টুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
দশমেও ভালো ফল রাজ্যের CBSE পড়ুয়াদের, পাশের হার 95.24 শতাংশ - কলকাতা ফলাফল
এই বছর পশ্চিমবঙ্গ থেকে মোট 31 হাজার 1 জন পড়ুয়া CBSE-র দশম শ্রেণির পরীক্ষার জন্য নথিভুক্ত হয়েছিল । তার মধ্যে 30 হাজার 740 জন অংশগ্রহণ করে পরীক্ষায়। তাদের মধ্যে 29 হাজার 278 জন সফল হয়েছে। সফল পরীক্ষার্থীদের মধ্যে 16 হাজার 925 জন ছাত্র ও 12 হাজার 353 জন ছাত্রী ছিল।
এই বছর পশ্চিমবঙ্গ থেকে মোট 31 হাজার 1 জন পড়ুয়া CBSE-র দশম শ্রেণির পরীক্ষার জন্য নথিভুক্ত হয়েছিল । তার মধ্যে 30 হাজার 740 জন অংশগ্রহণ করে পরীক্ষায়। তাদের মধ্যে 29 হাজার 278 জন সফল হয়েছে। সফল পরীক্ষার্থীদের মধ্যে 16 হাজার 925 জন ছাত্র ও 12 হাজার 353 জন ছাত্রী ছিল। ছাত্রদের পাশের হার 94.50 শতাংশ ও ছাত্রীদের পাশের হার 96.28 শতাংশ।
ভালো ফল করেছে কলকাতার স্কুলগুলিও। কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলে 99.40 শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে শামোয়িতা দত্ত । 99 শতাংশ নম্বর পেয়ে স্কুলে দ্বিতীয় হয়েছে আদিত্য হালদার । 98.80 শতাংশ নম্বার পেয়ে তৃতীয় হয়েছে দুইজন। তারা হল, আর্য ভট্টাচার্য ও প্রমিত সোম। শ্রী শিক্ষায়তন স্কুলের 302 জন অংশগ্রহণকারী পড়ুয়ারা সফল হয়েছেন । 99.02 শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে সঞ্জনা ভট্টাচার্য । দ্বিতীয় স্থানাধীকারি অহনা গায়েন 98.8 শতাংশ নম্বর পেয়েছে । 98.6 শতাংশ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে সৃজা ঘোষ।