কলকাতা 6 জুলাই : কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের প্রস্তাব মানতে নারাজ সিবিআই । আগেই মামলার শুনানিতে বিনয় মিশ্র জানিয়েছিলেন সিবিআই যদি তাকে গ্রেফতার না করে তাহলে তিনি দেশে ফিরে তদন্তে সহযোগিতা করতে তৈরি আছেন । কিন্তু এই প্রস্তাবের সম্মতি দেওয়া হবে কি না সেই বিষয়ে আলোচনার জন্য বেশ কিছুদিন সময় নিয়েছিল সিবিআই ।
আদালত সূত্রে খবর বিনয়ের সেই আর্জিতে সম্মতি দিচ্ছে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । এই মামলায় সিবিআই-এর হাতে এসেছে আরও একটি ডায়েরি । মঙ্গলবার মামলার শুনানিতে উল্লেখ করলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আমন লেখি । বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে তিনি বলেন, "বিনয় মিশ্র অনেক বড় ষড়যন্ত্রের যুক্ত । গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামুল হক টাকা পাঠাত বিএসএফ কমান্ড্যান্ট মনোজ সানাকে। সেখান থেকে তার অন্যতম সহযোগী সতীশের মাধ্যমে টাকা যেত বিনয়ের হাতে । বিনয় এদের নিরাপত্তার ব্যবস্থা করত । কারণ পুলিশ প্রশাসন ছিল তাঁর হাতের মুঠোয় ।"
তিনি আরও বলেন ,"এই বিষয়গুলি কেন্দ্রীয় সীমান্তবর্তী নিরাপত্তার সঙ্গে জড়িত । এতে যুক্ত রয়েছে বিএসএফ ও সরকারি একাধিক আধিকারিক । তাই বিষয়টি জাতীয় স্বার্থের বিষয় । সেই জন্যেই সিবিআই এই বিষয়ে তদন্ত করবে ।" এরপর মঙ্গলবারের মত শুনানি শেষ হয় । শুক্রবার ফের শুনানি রয়েছে । সেদিন বিনয় মিশ্রর তরফে বলবেন আইনজীবী অভিষেক মনু সিংভি ।