কলকাতা, 27 জানুয়ারি: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিংকে এবার সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই ৷ আর সেই সংক্রান্ত অনুমতিও ইতিমধ্যে আদালতের তরফে পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর । আদালতের নির্দেশ, দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত সংশোধনাগারে গিয়ে তাঁদের দু’জনকেই জেরা করতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর আধিকারিকরা ।
মূলত, স্কুলে নিয়োগ দুর্নীতি কাণ্ডে যতই তদন্ত এগোচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ও সিবিআইয়ের হাতে ততই গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে । ইতিমধ্যেই ইডির হাতে এসেছে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য । ফলে তাঁদের কাছ থেকে মেলা একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ার করে এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রসন্ন রায় ও প্রদীপ সিংকে জেরা করতে চায় সিবিআই ।
ইতিমধ্যেই এই দুর্নীতি মামলায় সিবিআইয়ের তরফ থেকে চার্জশিট প্রদান করা হয়েছে আদালতে । সেখানে 12 জনের নাম উল্লেখ করেছিল সিবিআই । যার মধ্যে অন্যতম ছিল এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন সহকারী সচিব অশোক সাহা, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ৷