কলকাতা, 29 অগস্ট: নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই রাজ্যের এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং আধিকারিক অশোক সাহা গ্রেফতার হয়েছেন । আর এই এসপি সিনহাকে জেরা করেই সিবিআই খোঁজ পেয়েছে এসএসসি'র দুই মিডলম্যান প্রদীপ সিং এবং প্রসন্ন রায়েয় । এবার এই প্রসন্ন রায়ের সম্পর্কেই চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই (SSC Recruitment Scam) ।
অভিযোগ, ধৃত প্রদীপ সিংকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে যে, প্রসন্ন রায়ের নিউটাউনের অফিসে রাত দশটা বাজলেই কালো কাচ লাগানো অভিজাত গাড়ি নিয়ে আসতেন শান্তিপ্রসাদ সিনহা । সপ্তাহে দুই থেকে তিনদিন তিনি আসতেন । জেরায় প্রদীপ সিং আরও জানিয়েছেন, গাড়ি থেকে নেমেই সোজা প্রসন্নর অফিসে চলে যেতেন শান্তিপ্রসাদ । এরপরই ওই গাড়ি অফিসের কিছুটা দূরে রাখার অনুমতি ছিল গাড়ি চালকের । হাতে বরাবরই একটি ব্রিফকেস নিয়ে ঢুকতেন এসপি সিনহা ৷ তবে ওই ব্রিফকেসের মধ্যে সঠিক কী ছিল সেই সম্পর্কে স্পষ্টভাবে প্রদীপ সিং-এর কিছু জানা নেই বলে সিবিআই-এর দাবি ।
আরও পড়ুন:শান্তি প্রসাদ সিনহার নামে একাধিক ভুয়ো মেইল আইডি পেল সিবিআই