পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SSC Recruitment Scam: নিয়োগ দুর্নীতির টাকা পাচার হয়েছিল ভিনরাজ্যে, দাবি সিবিআইয়ের - স্কুল সার্ভিস কমিশন

নিয়োগ দুর্নীতির (Bengal Recruitment Scam) টাকা ভিনরাজ্যেও পাচার হয়েছিল বলে জানতে পেরেছে সিবিআই ৷ এই নিয়ে বিস্তারিত তথ্য জানতে শীঘ্রই সুবীরেশ ভট্টাচার্যের এক নিকট আত্মীয়কে তলব করতে চলেছেন তদন্তকারীরা ৷

SSC Recruitment Scam
SSC Recruitment Scam

By

Published : Mar 11, 2023, 3:48 PM IST

কলকাতা, 11 মার্চ: স্কুলে নিয়োগ দুর্নীতির কালো টাকা বিভিন্ন উপায়ে সাদা টাকায় পরিণত করার চেষ্টা হয়েছে বলে আগেই উঠে এসেছে তদন্তে ৷ এবার সিবিআইয়ের (CBI) গোয়েন্দারা জানতে পেরেছেন যে ভিনরাজ্য়েও এই দুর্নীতি থেকে পাওয়া টাকা পাচার করেছিলেন অভিযুক্তরা (Recruitment Scam Money Laundered to other States) ৷ সিবিআই সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে সুবীরেশ ভট্টাচার্যের এক নিকট আত্মীয়ের নাম ৷ এছাড়াও সন্দেহের তালিকায় আরও বেশ কয়েকজন রয়েছেন ৷

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya) ৷ তাঁকে ইতিমধ্য়ে গ্রেফতার করা হয়েছে ৷ তিনি এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) চেয়ারম্যান থাকাকালীনই তিনি এই দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ৷ তবে তাঁকে যখন গ্রেফতার করা হয়, তিনি তখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) উপাচার্যের পদে ছিলেন ৷

সিবিআই সুবীরেশের ওই আত্মীয়ের নাম এখনই প্রকাশ্য়ে আনতে নারাজ ৷ সিবিআই সূত্রে খবর, সুবীরেশের ওই নিকট আত্মীয়কে শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠানো হবে ৷ তাঁর বয়ান রেকর্ড করা হবে ৷ তখনই তাঁর পরিচয় প্রকাশ্যে চলে আসবে ৷

প্রশ্ন উঠছে, কীভাবে এই টাকা ভিনরাজ্যে পাচার করা হল ? সিবিআই সূত্রে খবর, তদন্তে জানা গিয়েছে যে ভিনরাজ্যের একাধিক সংস্থায় দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়েছিল ৷ বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তরা আত্মীয়ের মাধ্যমে ওই বিনিয়োগ করে ৷ এবার সিবিআই জানতে চাইছে যে কোন কোন সংস্থায় কত টাকা বিনিয়োগ করা হয়েছে !

এর আগে সুবীরেশ ভট্টাচার্যের কলকাতা-সহ একাধিক বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ সেখান থেকেও প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয় ৷ যার ভিত্তিতে পরে সুবীরেশকে গ্রেফতার করা হয় ৷ এখন দেখার ওই নিকট আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই কী তথ্য পায় !

আরও পড়ুন:নিয়োগ দুর্নীতিতে হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার ইডির

ABOUT THE AUTHOR

...view details