কলকাতা, 11 এপ্রিল :সিবিআইয়ের পাশাপাশি আইকোর চিটফান্ড মামলায় এবার সমান্তরালভাবে তদন্ত করবে ইডি।
সূত্রের খবর ,আইকোর মামলার ক্ষেত্রে শুধুমাত্র আর্থিক লেনদেনের বিষয়টি এবার থেকে দেখবে ইডি ৷ আর্থিক বিষয় ছাড়া এই মামলার বাকি বিষয়গুলি দেখবে সিবিআই ৷ ইতিমধ্যেই ইডির গোয়েন্দারা আইকোর মামলায় একটি এফআইআর দায়ের করেছে ৷ সেই সূত্রেই আইকোর মামলায় একটা মোটা অঙ্কের টাকা কারা আত্মসাৎ করেছিল, পাশাপাশি রাজ্যের কোন কোন প্রভাবশালী ব্যক্তি আইকোরের টাকা থেকে লাভবান হয়েছিলেন, তা জানার চেষ্টা করছে ইডি।
এর আগে অনেকবার রাজ্যের একাধিক প্রভাবশালীদের তলব করেছিল সিবিআই। কিন্তু এই চিটফান্ড মামলায় রাজ্যের শিক্ষামন্ত্রী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ভোটের বাহানা দিয়ে হাজিরা এড়িয়ে গেছেন। কবে তাঁরা হাজিরা দিতে পারবেন সে বিষয়েও নিশ্চিত করে কিছু জানাননি ৷ ফলে এবার থেকে আইকোর মামলায় যৌথ তদন্ত করবে সিবিআই ও ইডি। জানা গিয়েছে সম্প্রতি এই চিটফান্ড মামলায় আইকোরের কর্ণধার অনুকূল মাইতির স্ত্রীকে তলব করেছে ইডি।
আরও পড়ুন :কয়লাকাণ্ডে তলব মেনকার স্বামী-শ্বশুরকে, চিটফান্ডে ইডির ডাক পার্থ-শুভাপ্রসন্নকে