কলকাতা, 28 মে : সময় দেওয়া হচ্ছে না রাজীব কুমারকে । তাঁকে ফের নোটিশ দিল CBI । এনিয়ে দ্বিতীয়বারের জন্য নোটিশ দেওয়া হচ্ছে CBI-র তরফে । আজ ভবানীভবনে CBI-র একটি দল দ্বিতীয়বার নোটিশ দিয়ে আসে । সূত্র জানাচ্ছে, রাজীবকে যাতে সময় না দেওয়া হয় সেজন্য দিল্লি থেকে CGO কমপ্লেক্সে CBI-র কাছে নির্দেশ এসেছে । সেই সূত্রেই তাঁকে দ্বিতীয়বারের জন্য নোটিশ দেওয়া হল ।
সময় দেওয়া হচ্ছে না রাজীবকে, পাঠানো হল ফের নোটিশ - notice
সময় দেওয়া হচ্ছে না রাজীব কুমারকে, ফের নোটিশ CBI-র । তাঁকে দ্বিতীয়বারের জন্য নোটিশ দেওয়া হচ্ছে CBI-র তরফে । আজ ভবানীভবনে CBI-র একটি দল দ্বিতীয়বার নোটিশ দিয়ে আসে ।
রাজীব জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কাজে ছুটিতে রয়েছেন । যদিও শোনা যাচ্ছে, আসলে ব্যক্তিগত কাজে নয়, রাজধানীর পার্শ্ববর্তী রাজ্যে বসে গ্রেফতারি এড়াতে বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখছেন রাজীব কুমার । সম্ভবত কোনও সিগনাল পেয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার । সেকারণেই তিনি আগাম জামিন চেয়ে এখনও পর্যন্ত আদালতে যাননি । যদিও তাঁর পরিকল্পনা নিয়ে এখনও অন্ধকারে প্রায় সকলেই । তিনি আদালতের বাইরে মিটমাট চাইছেন, না কি আইনি লড়াইয়ের পরিকল্পনা করছেন তা নিয়ে স্পিকটি নট রাজীব ঘনিষ্ঠ মহল । তবে এটা নিশ্চিত যে তিনি চুপচাপ বসে নেই ।
সূত্রের খবর, CBI-র তরফে আর সময় দেওয়া হচ্ছে না রাজীবকে । আজ CBI-র কয়েকজন আধিকারিক কলকাতার এক খ্যাতনামা আইনজীবীর সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেছেন বলে খবর।