পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচন-পরবর্তী হিংসা বন্ধের আর্জিতে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

ভোটের ফলাফল ঘোষণার পর কর্মী-সমর্থকদের শান্ত থাকতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন কোথাও কোনও অশান্তি যাতে না হয় সে বিষয়টি খেয়াল রাখতে ৷ তবে সেদিকে খেয়াল নেই কারোরই ৷ ভোট পরবর্তীতে রাজ্যে হিংসার মাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ মারধর, ভাঙচুর, বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি ঘটেছে খুনের ঘটনাও ৷ এই পরিস্থিতিতে নির্বাচন-পরবর্তী হিংসা অবিলম্বে বন্ধ করার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা । পাশাপাশি আক্রান্তদের সহায়তার জন্য পুলিশ হেল্পলাইন চালু করার আর্জিও জানিয়েছেন মামলাকারী ।

হিংসা বন্ধে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
হিংসা বন্ধে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

By

Published : May 4, 2021, 10:44 PM IST

কলকাতা, 4 মে: নির্বাচন-পরবর্তী হিংসা অবিলম্বে বন্ধ করার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা । মামলা করেছেন সুস্মিতা সাহা দত্ত নামে এক মহিলা । নির্বাচন পরবর্তী পরবর্তী হিংসা অবিলম্বে বন্ধ করতে হস্তক্ষেপ করুক কলকাতা হাইকোর্ট । পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, রাজ্যের পুলিশ সক্রিয় হয়ে হিংসা বন্ধ করতে যারা হিংসার সঙ্গে যুক্ত হচ্ছে অবিলম্বে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করুক । পাশাপাশি আক্রান্তদের সহায়তা করতে পুলিশ একটি হেল্পলাইন চালু করুক যাতে আক্রান্তরা বিপদে পড়লে পুলিশের সাহায্য চাইতে পারেন তার আর্জিও জানিয়েছেন তিনি । আগামিকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

গত রবিবার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই গোটা রাজ্য জুড়ে হিংসার ঘটনা ঘটে চলেছে অনবরত । ইতিমধ্যেই সব রাজনৈতিক দলের একাধিক কর্মী সমর্থক প্রাণ হারিয়েছেন । কলকাতা থেকে জেলা সর্বত্রই একই চিত্র । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে শান্ত থাকার বার্তা দিলেও রাজ্যের পরিস্থিতি তার বিপরীত । বিরোধীপক্ষের কর্মী-সমর্থকদের বাড়ি ভাঙচুর থেকে শুরু করে তাদের সম্পত্তির ক্ষয়ক্ষতি করে দেওয়ার একাধিক খবর পাওয়া যাচ্ছে । কোথাও প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ নেই । আজ সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে এই বিষয়ে একটি বৈঠক করেছেন বলেও জানা যাচ্ছে ।

আরও পড়ুন: আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য পুলিশে ডিজি ও মুখ্যসচিবকে তলব মমতার

ABOUT THE AUTHOR

...view details