পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বন্দর এলাকায় মাদকচক্র, গ্রেপ্তার 2 - news on south port kolkata

দক্ষিণ বন্দর এলাকা থেকে গতকাল মাদকচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 23 কেজি গাঁজা ।

ধৃত দুই কিংপিন

By

Published : Oct 22, 2019, 8:53 AM IST

কলকাতা, 22 অক্টোবর : ধরপাকড় চলছে । তবু বন্দর এলাকায় কমানো যাচ্ছে না মাদকচক্রের বাড়বাড়ন্ত । শেষ কয়েক মাসে কখনও ব্রাউন সুগার, হেরোইন, কখনও আবার উদ্ধার করা হয়েছে প্রচুর চরস । গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে । গতকাল ফের দক্ষিণ বন্দর থানা এলাকার দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা ।

লালবাজার সূত্রে খবর, দক্ষিণ বন্দর থানা এলাকায় বেশ কয়েকজন গাঁজা বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চক্রের দুই কিংপিনের কথা । তাদের নাম বির্জু মল্লিক এবং থমাস পিটার গ্যাম্বলার । তার মধ্যে বির্জু ভূকৈলাস রোড এলাকার বাসিন্দা ও পিটার একবালপুরের বাসিন্দা । বেশ কিছুদিন ধরেই তাদের খোঁজ চলছিল । গতকাল গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকোটিক সেল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় । গ্রেপ্তার করা হয় দু'জনকেই । তাদের কাছ উদ্ধার হয় মোট 22 কেজি 60 গ্রাম গাঁজা ।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তারা এই গাঁজা কোথা থেকে পেত তা জানার চেষ্টা করছে পুলিশ । গোয়েন্দাদের ধারণা, এদের সঙ্গে আন্তঃরাজ্য গাঁজাচক্রের যোগাযোগ রয়েছে । ফলে এখন জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কে কে জড়িত আছে তার খোঁজ পেতে চাইছে পুলিশ ।

উদ্ধার হওয়া গাঁজা

ABOUT THE AUTHOR

...view details