পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাল নন্দীগ্রাম মামলায় বিচারপতির বেঞ্চ পরিবর্তনের মামলার রায়

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে বিচারপতি কৌশিক চন্দকে । তাই নন্দীগ্রাম বিধানসভা ভোটের ফলাফল পুনর্গণনার দাবি সংক্রান্ত মামলা প্রভাবিত হতে পারে । এই দাবিতে মামলাটি কৌশিক চন্দর বেঞ্চ থেকে সরানোর আবেদন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট

By

Published : Jul 6, 2021, 6:08 PM IST

কলকাতা, 6 জুলাই : নন্দীগ্রাম বিধানসভা ভোটের ফলাফল পুনর্গণনার দাবির মামলায় বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ পরিবর্তন সংক্রান্ত মামলার রায় দান হতে চলেছে আগামিকাল । বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চেই সকাল 11 টার সময় এই মামলার রায় দান করা হবে । 24 জুন মামলার শুনানি শেষে বিচারপতি কৌশিক চন্দ রায়দান স্থগিত রেখেছিলেন ।

কলকাতা হাইকোর্টের বিচারপতি হওয়ার আগে বিচারপতি কৌশিক চন্দ ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় সদস্য ছিলেন । বিজেপির হয়ে প্রচুর মামলা তিনি লড়েছেন । পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁকে একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে । তাই নন্দীগ্রাম বিধানসভা ভোটের ফলাফল পুনর্গণনার দাবি সংক্রান্ত মামলা প্রভাবিত হতে পারে । এই দাবি জানিয়ে মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

প্রথমে কলকাতা হাইকোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু চিঠি লিখে তাঁদের বক্তব্য জানিয়েছিলেন । কিন্তু দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি কোনও উত্তর না দেওয়ায় মামলাটি যাতে বিচারপতি কৌশিক চন্দ না শোনেন সেই বিষয়ে বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চই এই আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায় । 24 জুন মামলার শুনানি শেষে বিচারপতি কৌশিক চন্দ রায়দান স্থগিত রেখেছিলেন ।

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন রাজ্যের

মামলার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, তাঁদের তরফে অনুরোধ করা হয়েছে, বিচারপতি যেন মামলাটি না শুনে ছেড়ে দেন । কারণ বিচারপতি এক সময়ে বিজেপির সক্রিয় সদস্য ছিলেন । ফলে মামলার রায় প্রভাবিত হতে পারে । যদিও পাল্টা বিচারপতি কৌশিক চন্দ বলেছিলেন, "সে তো আপনারাও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য । আপনি কংগ্রেসের সক্রিয় সদস্য । তাতে কি আপনার কাজ প্রভাবিত হচ্ছে ?" আপাতত এটাই দেখার বিচারপতি কৌশিক চন্দ আগামিকাল কি রায় দান করেন এই মামলার ।

ABOUT THE AUTHOR

...view details