পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC seeks Report on Rishra: রিষড়ায় আবারও সংঘর্ষ কেন ? রাজ্যের কাছে জবাব চাইল হাইকোর্ট - রিষড়া

সোমবার রাতে নতুন করে অশান্তি ছড়ায় হুগলির রিষড়ায় ৷ বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী ৷ ঘটনায় বুধবারের মধ্যে রাজ্য সরকারের জবাব তলব করল আদালত ৷

Calcutta High Court seeks Short Report from State Government on Fresh Rishra Clash
ফাইল ছবি

By

Published : Apr 4, 2023, 3:49 PM IST

কলকাতা, 4 এপ্রিল: হুগলির রিষড়ায় নতুন করে অশান্তির ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট ৷ উল্লেখ্য, সোমবার রাতে রিষড়ায় নতুন করে উত্তেজনা ছড়ায় ৷ মঙ্গলবার সেই ঘটনা আদালতে নজরে আনেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী ৷ বিষয়টিতে আদালতের হস্তক্ষেপ দাবি করা হয় ৷ সেই আবেদনের প্রেক্ষিতেই মঙ্গলবার উপরোক্ত নির্দেশটি দেয় কলকাতা হাইকোর্টের সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চ ৷ পাশাপাশি, এই ঘটনায় শুভেন্দু অধিকারীকেও একটি অন্তর্বর্তী হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে আদালত ৷

সোমবার রাতে রিষড়ার 4 নম্বর রেলগেটের কাছে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে ৷ যার জেরে এলাকায় আতঙ্ক ছড়ায় ৷ হাওড়া-বর্ধমান মেইন লাইনে ট্রেন চলাচলও ব্যাহত হয় ৷ বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি টি এস শিবাগননম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী ৷ সবকিছু শোনার পর রাজ্যকে আদালত নির্দেশ দেয়, নতুন করে হিংসা ছড়ানোর ঘটনায় আপাতত একটি ছোট রিপোর্ট আদালতে জমা করতে হবে ৷ উল্লেখ্য, এই ঘটনায় একটি জনস্বার্থ মামলাও রুজু করেছেন শুভেন্দু অধিকারী ৷ সেই মামলার শুনানি হবে বুধবার (5 এপ্রিল, 2023) ৷ আর ওই দিনই রাজ্যকে তার রিপোর্ট আদালতে জমা করতে হবে ৷

উল্লেখ্য, রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে গত রবিবার অশান্তি ছড়িয়েছিল হুগলির রিষড়ায় ৷ সেই ঘটনায় বিজেপির পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ-সহ বেশ কয়েকজন আহত হন ৷ রবিবারের ওই ঘটনার পর থেকেই থমথমে ছিল গোটা এলাকা ৷ মোতায়েন ছিল পুলিশ ৷ বেশ কিছু জায়গায় 144 ধারা কার্যকর করা হয়েছিল ৷ এমনকী, ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছিল ৷ যদিও তার মধ্যেই এলাকায় ঢোকা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্য়ে চড়তে থাকে রাজনীতির পারদ ৷ আর সেই প্রেক্ষাপটেই সোমবার রাতে নতুন করে হিংসা ছড়ায় ৷

আরও পড়ুন:'বাংলা মেরুকরণের রাজনৈতিক হিংসার শিকার', রিষড়ায় পৌঁছে বললেন রাজ্যপাল

হুগলির এই অশান্তির আগে গত বৃহস্পতিবার হাওড়ার শিবপুরেও রামনবমীর শোভাযাত্রা চলাকালীন সংঘর্ষ বাধে ৷ অশান্তির জেরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকায় ৷ সোমবার সেই ঘটনাতেও রাজ্য সরকারের জবাব তলব করেছে কলকাতা হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ ৷ শিবপুর সংক্রান্ত সেই রিপোর্টটিও রাজ্যকে 5 এপ্রিল আদালতে পেশ করতে হবে ৷ শিবপুরে কীভাবে ঘটনা ঘটেছিল এবং পরবর্তীতে তার প্রেক্ষিতে প্রশাসন কী কী পদক্ষেপ করেছে, সেই সবকিছুই আদালতে জানাতে হবে রাজ্যকে ৷ সেইসঙ্গে, ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজও আদালতে জমা দিতে হবে ৷ পাশাপাশি, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, অশান্তির পুনরাবৃত্তি এড়াতে সংশ্লিষ্ট সমস্ত জায়গায় যথাযথ নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details