কলকাতা, 1 জুন: আরজি কর মেডিক্যাল কলেজে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত তিন চিকিৎসককে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট । তদন্তে সহযোগিতা করলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে না পুলিশ । এমনটাই নির্দেশ দিয়েছে বিচারপতি অনিরুদ্ধ রায়ের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ । ওই তিনজন চিকিৎসককে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ । অভিযুক্তরা পুলিশের তদন্তে সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ।
রেগুলার বেঞ্চে 14 জুন মামলার পরবর্তী শুনানি হবে । তার আগে সব পক্ষকে হলফনামা দিতে হবে । এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায় । ডাক্তারি পড়ুয়া এক ছাত্রী তাঁর তিনজন প্রশিক্ষক উর্ধতন চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন । যদিও অভিযুক্ত চিকিৎসকদের পালটা অভিযোগ, ওই ছাত্রী নিয়মিত কলেজে হাজির থাকতেন না । তাতে তিনি পিছিয়ে যাচ্ছিলেন । তিনি জোর করে রেজিস্ট্রার খাতায় উপস্থিতির সই করার জন্য জোরাজুরি করেন । তাতে বাধা দিয়ে বকাঝকা করায় ওই চিকিসকদের বিরুদ্ধে মিথ্যে শ্লীলতাহানির অভিযোগ করেছেন ছাত্রী বলে দাবি করা হয় ।