কলকাতা, 6 ডিসেম্বর: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় । মঙ্গলবার বিচারপতি শম্পা সরকারের নির্দেশ, আপাতত নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়া স্থগিত থাকবে । রাজ্যের মন্ত্রীকে মামলার নোটিশ দিতে হবে শুভেন্দু অধিকারীকে । আগামী 11 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে ।
পুলক রায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি অসত্য তথ্য সামনে এনেছেন, এই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে 5 কোটি টাকার মানহানির মামলা করেন মন্ত্রী । প্রথমে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠান । অভিযোগ, ওই নোটিশের কোনও জবাব দেননি বিরোধী দলনেতা । এর পরে গত 3 জানুয়ারি উলুবেড়িয়া মহকুমা আদালতের দেওয়ানি বিভাগে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয় । ওই মামলাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি বিধায়ক ।