পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রতারণা মামলায় আপাতত গ্রেপ্তার নয় সৌমিত্র খাঁকে, নির্দেশ হাইকোর্টের

প্রতারণার মামলায় ১৮ মার্চ পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁকে।

সৌমিত্র খাঁ

By

Published : Feb 19, 2019, 7:03 AM IST

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি : প্রতারণার মামলায় ১৮ মার্চ পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁকে। তবে এই সময় বাঁকুড়াতেও যেতে পারবেন না তিনি। শুধুমাত্র পুলিশি তদন্তের কারণেই যেতে পারবেন। গতকাল এই নির্দেশ দেয় হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ।

স্কুল সার্ভিস কমিশনে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক মানুষের থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সৌমিত্রর বিরুদ্ধে। ১০ জানুয়ারি তাঁর বিরুদ্ধে বড়জোড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, ২০১৭ সালে যে পরীক্ষা হয়েছিল তার জন্য ২০১৮ সালের নভেম্বরে তিনজনের থেকে টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু, টাকা দিয়েও চাকরি পাননি তাঁরা। এই ঘটনাটিকে একটি স্ক্যাম বলে দাবি করেছেন সরকারি আইনজীবী শাশ্বত গোপাল মুখার্জি।

অন্যদিকে সৌমিত্রর আইনজীবী শুভাশিস দাসগুপ্তর বক্তব্য, "আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ১০ জানুয়ারি। অর্থাৎ যেদিন তিনি BJP-তে যোগ দিয়েছিলেন ঠিক তার পরের দিন।"

গ্রেপ্তারি এড়াতে ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন সৌমিত্র। সেই আবেদনের ভিত্তিতেই গতকাল তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে হাইকোর্ট।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details