কলকাতা, ১৯ ফেব্রুয়ারি : প্রতারণার মামলায় ১৮ মার্চ পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁকে। তবে এই সময় বাঁকুড়াতেও যেতে পারবেন না তিনি। শুধুমাত্র পুলিশি তদন্তের কারণেই যেতে পারবেন। গতকাল এই নির্দেশ দেয় হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ।
স্কুল সার্ভিস কমিশনে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক মানুষের থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সৌমিত্রর বিরুদ্ধে। ১০ জানুয়ারি তাঁর বিরুদ্ধে বড়জোড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, ২০১৭ সালে যে পরীক্ষা হয়েছিল তার জন্য ২০১৮ সালের নভেম্বরে তিনজনের থেকে টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু, টাকা দিয়েও চাকরি পাননি তাঁরা। এই ঘটনাটিকে একটি স্ক্যাম বলে দাবি করেছেন সরকারি আইনজীবী শাশ্বত গোপাল মুখার্জি।