পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fund Embezzlement in DA Agitation: ডিএ আন্দোলনে টাকা নয়ছয় ! 8 জনের আগাম জামিন মঞ্জুর হাইকোর্টে - আগাম জামিন

ডিএ আন্দোলনে টাকা নয়ছয়ের অভিযোগ আনা হয়েছিল 8 জন আন্দোলনকারীর বিরুদ্ধে ৷ আজ তাঁদের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট ৷

Fund Embezzlement in DA Agitation
Fund Embezzlement in DA Agitation

By

Published : May 25, 2023, 7:55 PM IST

কলকাতা, 25 মে:ডিএ আন্দোলনে আর্থিক গরমিলের অভিযোগ উঠেছিল আট জন আন্দোলনকারীর বিরুদ্ধে ৷ তাঁদের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট । আর্থিক নয়ছয়ের অভিযোগে ডিএ আন্দোলনকারীদের আট জনের বিরুদ্ধে ময়দান থানায় এফআইআর দায়ের করা হয়েছিল ৷ তাঁদের আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারীরা । সেই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আট জনের আগাম জামিন মঞ্জুর করেছে । যেহেতু তাঁরা সরকারি কর্মচারী তাই তাঁদের ক্ষেত্রে কোনও শর্ত দেয়নি হাইকোর্ট । তবে তদন্তে সহযোগিতা করতে হবে তাঁদের ।

দেবপ্রসাদ হালদার নামে এক ব্যক্তি মুচিপারা থানায় অভিযোগ করেন, ডিএ আন্দোলনকারীরা আন্দোলনের নামে টাকা তুলেছেন । 2 কোটি টাকা লোপাট করেছেন তাঁরা । যদিও অডিট করে দেখা যায়, এক কোটি 34 লক্ষ টাকা উঠেছে । সবটাই হিসেবের মধ্যে রয়েছে । ডিএ আন্দোলনকারী ভাস্কর ঘোষ, নির্ঝর কুন্ডু, রাজীব দত্ত, চন্দন চট্টোপাধ্য়ায়, সন্দীপ ঘোষ, ইন্দ্রজিৎ মণ্ডল ও শৈবাল সরকারের নামে টাকা নয়ছয়ের অভিযোগ আনা হয় ।

তাঁদের আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন আন্দোলনকারীরা ৷ আদালতে আগাম জামিনের আবেদনের পক্ষে আইনজীবীদের বক্তব্য ছিল, দেবপ্রসাদ হালদার আগে আন্দোলনে ছিলেন । কিন্তু পরে তিনি আন্দোলন তুলে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরামর্শ দেন । কিন্তু সেই পরামর্শ না মানার পর, টাকা নয়ছয়ের মিথ্যে অভিযোগ করা হয় । ডিএ আন্দোলনকে ভাঙার চক্রান্ত করে তিনি মিথ্যে অভিযোগ এনে প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীদের আইনজীবী ৷

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে মহার্ঘভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা কয়েকমাস ধরে লাগাতার কলকাতার শহীদ মিনারের কাছে মঞ্চ বেঁধে আন্দোলন করছেন । বিভিন্ন সময় আন্দোলন তুলে নেওয়ার বা আন্দোলন ভাঙার চেষ্টা করা হয়েছে বলে কর্মচারীদের তরফে অভিযোগ আনা হয়েছে । যদিও কর্মচারীরা তাঁদের দাবিমতো মহার্ঘভাতা না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন ৷

আরও পড়ুন:গোমাংস খান মিঠুন ? আরএসএসকে জেনে নেওয়ার পরামর্শ কুণালের

ABOUT THE AUTHOR

...view details