কলকাতা, 25 মে:ডিএ আন্দোলনে আর্থিক গরমিলের অভিযোগ উঠেছিল আট জন আন্দোলনকারীর বিরুদ্ধে ৷ তাঁদের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট । আর্থিক নয়ছয়ের অভিযোগে ডিএ আন্দোলনকারীদের আট জনের বিরুদ্ধে ময়দান থানায় এফআইআর দায়ের করা হয়েছিল ৷ তাঁদের আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারীরা । সেই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আট জনের আগাম জামিন মঞ্জুর করেছে । যেহেতু তাঁরা সরকারি কর্মচারী তাই তাঁদের ক্ষেত্রে কোনও শর্ত দেয়নি হাইকোর্ট । তবে তদন্তে সহযোগিতা করতে হবে তাঁদের ।
দেবপ্রসাদ হালদার নামে এক ব্যক্তি মুচিপারা থানায় অভিযোগ করেন, ডিএ আন্দোলনকারীরা আন্দোলনের নামে টাকা তুলেছেন । 2 কোটি টাকা লোপাট করেছেন তাঁরা । যদিও অডিট করে দেখা যায়, এক কোটি 34 লক্ষ টাকা উঠেছে । সবটাই হিসেবের মধ্যে রয়েছে । ডিএ আন্দোলনকারী ভাস্কর ঘোষ, নির্ঝর কুন্ডু, রাজীব দত্ত, চন্দন চট্টোপাধ্য়ায়, সন্দীপ ঘোষ, ইন্দ্রজিৎ মণ্ডল ও শৈবাল সরকারের নামে টাকা নয়ছয়ের অভিযোগ আনা হয় ।