পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিধানসভার বিরোধী দলনেতার নিরাপত্তায় ত্রুটি, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Suvendu Adhikari: বিধানসভার বিরোধী দলনেতার নিরাপত্তায় ত্রুটি, রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট ৷ বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, আগামী 5 ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে এই রিপোর্ট জমা দিতে হবে ৷

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 10:59 PM IST

Suvendu Adhikari
রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

কলকাতা, 14 ডিসেম্বর: রাজ্যে বিরোধী দলনেতার নিরাপত্তায় ত্রুটি রাখছে রাজ্য। শুভেন্দু অধিকারীর দায়ের করা এই মামলায় পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, আগামী 5 ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে এই রিপোর্ট দিয়ে জানাতে হবে, কী কী নিরাপত্তা পাওয়ার কথা এবং কী ধরনের নিরাপত্তা বিরোধী দলনেতাকে দেওয়া হচ্ছে ৷

আইনজীবীদের অভিযোগ, বিরোধী দলনেতার বিরুদ্ধে চক্রান্ত করছে রাজ্য। বিরোধী দলনেতার পাইলট কার পাওয়ার কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা দেওয়া হচ্ছে না । জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রাপ্ত ওই নেতা যেখানে যাবেন, তার আগে রুট লাইনিং করার কথা পুলিশের। সে সব করা হচ্ছে না বলে অভিযোগ করেন আইনজীবীরা ।

উল্লেখ্য, এর আগে একাধিক বার কলকাতা হাইকোর্টের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে বিভিন্ন নির্দেশ দিয়েছে । শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে ক্যাবিনেট মন্ত্রীর সমান নিরাপত্তা পাওয়ার অধিকারী । কিন্তু শুভেন্দু অধিকারী যেহেতু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়ে থাকেন তাই রাজ্যের বক্তব্য ছিল আলাদা করে নিরাপত্তার প্রয়োজন হয় না । তবে তিনি চাইলে সেই নিরাপত্তা পাবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি তাঁর প্রাপ্য নিরাপত্তা রাজ্যের কাছ থেকে পান না। উপরন্তু রাজ্য পুলিশের কাছে হেনস্থার সম্মুখীন হতে হয় তাঁকে ।

বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করার জন্য প্রতিনিয়ত রাজ্যের অনুমতি না মেলায় তাকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। সেই নিয়ে ও তিনি মাঝেমধ্যেই ক্ষোভ উগরে দেন রাজ্য পুলিশের বিরুদ্ধে । রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নিরাপত্তা পান । তিনি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জেড ক্যাটেগরির নিরাপত্তা পান। 2020 সাল থেকে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা বলয় পেয়ে থাকেন শুভেন্দু অধিকারী ৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জাননো হয়েছিল জেড এবং অন্যান্য রাজ্যের ওয়াই প্লাস নিরাপত্তা তাঁকে দেওয়া হয় ৷ এক্ষেত্রে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷

আরও পড়ুন:

  1. বিবাহিতা কন্যাও পরিবারের সদস্য, অবিলম্বে প্রাপ্য চাকরি দিতে নির্দেশ হাইকোর্টের
  2. প্রাথমিক নিয়োগ মামলায় দ্রুত চার্জ গঠন করে নিম্ন আদালতে বিচার শুরুর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
  3. বৈঠকের গরহাজির শুভেন্দু, রাজ্য মানবাধিকার কমিশনে নপরাজিতের জায়গায় কি বাসুদেব!

ABOUT THE AUTHOR

...view details