কলকাতা, 31 জুলাই: বেসরকারি স্কুলের ফি-বৃদ্ধির মামলায় এবার ভিনরাজ্যের উদাহরণ টানল কলকাতা হাইকোর্ট ৷ কীভাবে রাজ্য় সরকার বেসরকারি স্কুলগুলির ফি-বৃদ্ধির ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা রুখবে ? সেই প্রসঙ্গেই রাজস্থান সরকারের গাইডলাইনকে উদাহরণ হিসেবে তুলে ধরেন বিচারপতি বিশ্বজিৎ বসু ৷ তাঁর মন্তব্য, ‘‘রাজস্থান এই ধরনের গাউডলাইন তৈরি করতে পারলে, এই রাজ্যে কেন হবে না ?’’ পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বেসরকারি স্কুলের ফি নির্ধারণে নজরদারি চালায় কি না, সেই নিয়ে হলফনামা চেয়েছে আদালত ৷ আগামী 17 অগস্ট মামলার পরবর্তী শুনানি ৷
রাজ্যে তথা কলকাতার বেশ কয়েকটি নামী বেসরকারি স্কুলে ইচ্ছেমতো ফি বাড়ানোর অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে কলকাতা হাইকোর্টে অভিভাবকদের তরফে একাধিক মামলা দায়ের হয়েছে ৷ আজ সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে ৷ মামলার শুনানিতে বিচারপতি বেশ কিছু প্রশ্নের উত্থাপন করেন এদিন ৷ বিচারপতির প্রশ্ন, ফি কতটা বাড়াবে, কখন বাড়ানো হবে, সে বিষয়ে রাজ্যের কোন নজরদারি আছে ?’’
এই প্রসঙ্গেই ভিনরাজ্যের প্রসঙ্গ টানেন বিচারপতি বিশ্বজিৎ বসু ৷ বিচারপতির মন্তব্য, ‘‘অন্যান্য রাজ্যে দেখেছি ফি রেগুলেশন নিয়ে নিজস্ব আইন আছে ৷ এ রাজ্যে কি এই ধরনের কোন গভর্নিং বডি আছে ? যারা ফি কতটা বাড়ানো হবে, সেটা দেখবে ৷ শিক্ষা নিয়ে ব্যবসা হচ্ছে ৷ এ ব্যাপারে রাজ্য কী কিছু প্রস্তাব দিয়েছে ? ফি স্ট্রাকচার কী হবে, সেটা নিয়ে কেন গাইডলাইন নেই ?’’
আরও পড়ুন:মেটাতে হবে বকেয়া ফি, মার্চ থেকে বেসরকারি স্কুলে পুরো বেতন ; নির্দেশ হাইকোর্টের