কলকাতা, 25 এপ্রিল: রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ভবনের ভিতরে রাজনৈতিক দলের বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা হাইকোর্টের। লোগো-সহ অন্যান্য সমস্ত কিছু সরানোরও নির্দেশ দেওয়া হয়েছে। যার সমস্ত খরচ বহন করবে কলকাতা পৌরনিগম। হেরিটেজ বিল্ডিংয়ের আগের অবস্থা ফেরাতে হবে। ভাঙার সময় কলকাতা পৌরনিগমের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে কাজ হবে। হাইকোর্টের এই নির্দেশ কার্যকর করা হল কি না, সেই সংক্রান্ত রিপোর্ট পৌরনিগমকে 45 দিনের মধ্যে আদালতে জমা করার নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাকারীর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, "জোড়াসাঁকো ক্যাম্পাসে এখনও বেআইনি দখলদার রয়েছে। পৌর কমিশনারকে আদালতে ডাকা হোক। কেন এখনও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একটি রাজনৈতিক দলের অফিস করা হয়েছে। তাতে বিশ্ববাংলার লোগো লাগানো রয়েছে।" অন্যদিকে, কলকাতা পৌরনিগমের হেরিটেজ সংরক্ষণ কমিটি রিপোর্ট দিয়ে জানিয়েছে বেআইনি নির্মাণ জোড়াসাঁকো ক্যাম্পাসে রয়েছে। কিন্তু সেটা হেরিটেজ বিল্ডিং নয়। পালটা নিগমের তরফে জানানো হয়, বেআইনি নির্মাণ থাকলে তা দেখার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের ও হেরিটেজ কমিটির। এব্যাপারে পৌরনিগমের কোনও ভূমিকা নেই।