কলকাতা, 30 জানুয়ারি:আজ অর্থাৎ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নের বদলে উন্নয়ন ভবনে মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting at Unnayan Bhavan) করবেন । অতীতে পাহাড়ে ক্যাবিনেট বৈঠক হতে দেখেছে বাংলার মানুষ । কিন্তু খোদ কলকাতা কিমবা শহরতলিতে রাইটার্স বিল্ডিং বা নবান্নের বাইরে সেভাবে মন্ত্রিসভার বৈঠক হতে দেখা যায়নি । যদিও কখনও কখনও বিধানসভা চলাকালীন রাজ্য বিধানসভাতেও ক্যাবিনেট মিটিং হয়েছে । কিন্তু এ বার বিধান নগরে, যা জেলা ধরলে উত্তর 24 পরগনার মধ্যে পড়ে, সেখানেই হতে চলেছে মন্ত্রিসভার বৈঠক । এই ঘটনা বিধাননগরের বুকে এই প্রথম ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই প্রথম উদ্যোগ নেওয়া হয়েছে জেলায় জেলায় গিয়ে ক্যাবিনেট বৈঠক সম্পন্ন করার । মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কাজকে জেলা স্তর পর্যন্ত ছড়িয়ে দিতে নিজে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন । প্রশ্ন উঠছে তাহলে এ বার কি ক্যাবিনেট মিটিংও বিভিন্ন জেলায় জেলায় অনুষ্ঠিত হবে ?
আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল 11 সদস্যের মিড ডে মিলের মান খতিয়ে দেখতে আসা কেন্দ্রীয় দল যখন বিকাশ ভবনে শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন, তার থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর গোটা মন্ত্রী পরিষদ ।এ দিকে, এ দিনই জেলা সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর । তাই প্রথমে মন্ত্রিসভার বৈঠক এবং পরবর্তীতে বইমেলার উদ্বোধন করে তিনি জেলা সফরের উদ্দেশে রওনা দেবেন । সফরের সুবিধার জন্যই তিনি এ বার উন্নয়ন ভবনকে ক্যাবিনেট মিটিংয়ের জায়গা হিসেবে বেছে নিয়েছেন ।