20 জন যাত্রী নিয়ে বাস চালানো অসম্ভব, জানালেন মালিকরা
জেলাস্তরের আঞ্চলিক পরিবহন অফিসের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিল বাস সংগঠনগুলি । সেখানে মাত্র 20 জন যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব নয় তা জানিয়ে দেয় তারা ।
কলকাতা, 2 মে: লকডাউন চললেও গ্রিন জ়োনে বাস চালানোর পক্ষে মত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও মাত্র 20 জন যাত্রী নিয়ে বাস চালানো অসম্ভব বলে জানিয়ে দিল বাস সংগঠনগুলি । শনিবার পরিবহন দপ্তরের সঙ্গে বৈঠকে একথা জানায় তারা ।
জেলাস্তরের আঞ্চলিক পরিবহন অফিসের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিল বাস সংগঠনগুলি । সেখানে মাত্র 20 জন যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব নয়, জানিয়ে দেয় তারা । বাস মালিকদের সঙ্গে আলোচনার পর পরিবহন দপ্তরকে একটি পূর্ণ রিপোর্ট পেশ করবে জেলা RTO গুলি ।
অল বেঙ্গল বাস-মিনিবাস মালিক কল্যাণ সমিতির বাঁকুড়া শাখার সাধারণ সম্পাদক দীপক সুকুল বলেন, "সোমবার থেকে গ্রিন জ়োনে বাস চালাতে অনুরোধ করা হয়েছে । একটি 50 আসনের বাসে মাত্র 20 জন যাত্রী নিয়ে পরিষেবা চালাতে হলে সারাদিনের জ্বালানি খরচও উঠবে না । পাশাপাশি জেলার সীমান্ত এলাকায় কেউ রেড জ়োন থেকে গ্রিন জ়োনে ঢুকতে বাসে চড়ে বসলে কীভাবে তা বোঝা সম্ভব হবে তা মাথায় ঢুকছে না মালিকদের । গ্রিন জ়োনের যাত্রীদের কোনও পরিচয়পত্র দেওয়া হবে কি না তাও জানতে চেয়েছি । কারণ এতে বাসের কর্মী থেকে যাত্রীদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকবে ।" তিনি বলেন, "বাস সংগঠনগুলি কর্মী ও মালিকদের আর্থিক সহায়তা সহ CF ও বিভিন্ন কর মুকুবের আর্জি জানিয়ে চিঠি দিলেও প্রশাসন গুরুত্ব দেয়নি ।"
এছাড়াও চালকদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি নিয়েও আলোচনা হয় । যে জেলা গ্রিন জ়োনের মধ্যে পড়ছে, সরকারের তরফে সেই জেলাগুলিতে বেসরকারি বাসগুলি অধিগ্রহণ করে চালানো যেতে পারে । নয়তো গ্রিন জ়োনের জন্য সরকারি বাস ব্যবহার করা যেতে পারে ।