কলকাতা, 3 এপ্রিল : বাস কম থাকায় সমস্যায় পড়লেন যাত্রীরা। কলকাতার উত্তর শহরতলির বাসগুলি সকাল থেকেই ব্রিগেডের দিকে রওনা দেওয়ায় যাত্রীদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয় স্ট্যান্ডে। কিছু সরকারি বাস চললেও তাতে ছিল অপেক্ষাকৃত ভিড়।
শহরে বাস কম, হয়রানি যাত্রীদের - kolkata
আজ ব্রিগেডে BJP-র জনসভা। বেশিরভাগ বাস ব্রিগেডমুখী। রাস্তায় বাস কম থাকায় সমস্যায় পড়লেন যাত্রীরা।
অপেক্ষারত যাত্রীরা
আজ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ। সেজন্য বেশিরভাগ বাস আজ ব্রিগেডমুখী হয়। যার জেরে সমস্যায় পড়েন যাত্রীরা। অনেকে বাস না পেয়ে বাড়িও ফিরে যান।