পশ্চিমবঙ্গ

west bengal

মমতার শপথে আমন্ত্রিত বুদ্ধদেব, বিমানরা ; আমন্ত্রণ সৌরভকেও

By

Published : May 4, 2021, 1:24 PM IST

Updated : May 4, 2021, 2:25 PM IST

বিগত 2 বার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্য় রাজ্য়ের অনেক প্রতিনিধিকে উপস্থিত থাকতে দেখা গেছে ৷ এবার তার ব্য়তিক্রম ৷ তবে বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে ৷

mamata
মমতা (ফাইল ছবি)

কলকাতা, 4 মে : আগামীকাল তৃতীয়বারের জন্য় মুখ্য়মন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ এবারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনেকটাই অনাড়ম্বর হতে চলেছে ৷ আমন্ত্রিতের তালিকায় থাকছেন হাতে গোনা কয়েকজন ৷ অন্য় কোনও রাজ্য়ের কাউকে আমন্ত্রণ করা হচ্ছে না বলেই জানা গেছে ৷

বিগত 2 বারই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্য় রাজ্য়ের অনেক প্রতিনিধিকে উপস্থিত থাকতে দেখা গেছে ৷ এবার তার ব্য়তিক্রম ৷ তবে বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে ৷

যা খবর পাওয়া যাচ্ছে তাতে, ওই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় থাকছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মনোজ টিগ্গা ৷ আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে ৷ আমন্ত্রণ গেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের কাছেও।

আরও পড়ুন- মমতার শপথের দিন দেশজুড়ে ধর্না বিজেপির

রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে আমন্ত্রণ জানালেও তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবে কি না সে বিষয়ে সন্দেহ থাকছে বলে সূত্রের খবর।

দলের তরফে ওই অনুষ্ঠানে থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম । এছাড়া সাংসদ হিসাবে উপস্থিত থাকবেন দেব এবং শতাব্দী । আমন্ত্রণ করা হয়েছে বিসিসিআইয়ের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়কে । এছাড়াও বুধবারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে কলকাতায় থাকা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে। আমন্ত্রণ করা হয়েছে ইস্টার্ন কমান্ডও। যেহেতু করোনা বিধি মেনে খুব অল্প মানুষের উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে, তাই বাছাই করা ব্যক্তিত্বরাই এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন।

গতকাল সন্ধে নাগাদ রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিকে বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর জয়ী বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়কেই তাঁদের পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিয়েছেন । এবং দলের তরফে নতুন সরকার গঠনের জন্য দাবি জানানো হয়েছে।

রাজভবনের তরফে যা খবর, তাতে আগামীকাল সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । কোভিড আবহে হাতেগোনা কয়েকজন সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে ৷ এদিকে আগামীকালই দেশজুড়ে ধর্না কর্মসূচিতে বসছে বিজেপি। তাদের অভিযোগ, ক্ষমতায় আসার পর রাজ্য়ের বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল ৷

Last Updated : May 4, 2021, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details