বনগাঁ, 12 মে:বিএসএফের তৎপরতায় উদ্ধার 1.80 কোটি টাকার 25টি সোনার বিস্কুট ৷ বৃহস্পতিবার রাতে উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত এলাকার 68 নম্বর ব্যাটালিয়নের মধুপুর সীমা চৌকির জওয়ানরা ওই পাচারকারীকে আটক করে । উদ্ধার হওয়া সোনার বিস্কুট বনগাঁর কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে । ধৃতের নাম আমির মণ্ডল ।
বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীন 68 নম্বর ব্যাটালিয়নের মধুপুর সীমা চৌকির জওয়ানরা, গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালায় । সেই অভিযানে 25টি সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে আটক করে । অভিযুক্ত আমির মণ্ডল উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা । বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুটের ওজন 2কেজি 914 গ্রাম । যার আনুমানিক বাজার মূল্য 1 কোটি 80 লক্ষ্য 40 হাজার 507 টাকা ৷
মধুপুরের সীমা চৌকির জওয়ানদের কাছে আগে থেকেই খবর ছিল, এক চোরাকারবারী সোনার বিস্কুট পাচার করতে পারে । সেই মতোই কর্তব্যরত জওয়ানরা অবিলম্বে নির্ধারিত স্থানে পৌঁছে যায় ৷ সীমান্তের রাস্তায় সন্দেহজনকভাবে অভিযুক্ত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে । জওয়ানরা অভিযুক্ত তল্লাশি করে তাঁর কোমর বাঁধা 25টি সোনার বিস্কুট পাওয়া গিয়েছে । এরপর জওয়ানরা পাচারকারীকে সীমান্ত চৌকিতে নিয়ে আসেন ।