কলকাতা, 8 সেপ্টেম্বর: "একদিকে দিল্লিতে ক্ষমতাসীন মোদির বুলডোজার আর অন্য দিকে রাজ্যে মমতার গুণ্ডাবাহিনীর বুলডোজার । এই দুইয়ের বিরুদ্ধেই আমাদের লড়াই ।" শুক্রবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে ধর্মতলার সমাবেশে যোগ দিয়ে এই মন্তব্য করেছেন সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা করাত ৷ এদিন সংগঠনের মহিলাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বৃন্দা কারাত বলেন, " গোটা দেশে একমাত্র এই পশ্চিমবঙ্গেই দ্বিমুখী লড়াই করতে হয় আপনাদের । আপনাদের আন্দোলন গোটা দেশের মহিলা আন্দোলনের কাছে উদাহরণ ।"
সিপিএমের সিদ্ধান্ত অনুসারে চলতি সেপ্টেম্বরে তাদের বিভিন্ন গনসংগঠনের ডাকে রাজ্যে তিনটি বিরাট সমাবেশ আয়োজিত হওয়ার কথা । যার প্রথমটি শুক্রবার মহিলা সমিতির ডাকে হয় ধর্মতলার রানি রাসমনি রোডে । এদিনের সমাবেশ মঞ্চ থেকে সংগঠনের মহিলা নেতৃত্ব কেন্দ্র ও রাজ্যের দুই শাসকের বিরুদ্ধেই তীব্র আক্রমণ শানিয়ে ময়দানে লড়াইয়ের বার্তা দেন । এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সভানেত্রী পি শ্রীমতী, সাধারণ সম্পাদক মারিয়াম ধাওয়াল, নেত্রী বৃন্দা কারাত, কনীনিকা ঘোষ বসু, দেবলীনা হেমব্রম । সভা পরিচালনা করেন জাহানারা খান । এদিন সভায় হাজির ছিলেন একাধিক শহিদ পরিবারের সদস্য । তাদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মহিলা নেতৃত্ব । দেন পাশে থাকার আশ্বাস ৷