পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় মৃত ইস্টার্ন কমান্ডের ব্রিগেডিয়ার

কোরোনায় মৃত্যু হল ভারতীয় সেনার এক ব্রিগেডিয়ারের । তাঁর স্ত্রী এবং মেয়েও কোরোনায় আক্রান্ত হন বলে খবর । দিনকয়েক আগে তাঁর স্ত্রী এবং মেয়ে সুস্থ হয়ে কোয়ার্টারে ফিরে যান ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Jul 2, 2020, 2:13 PM IST

Updated : Jul 2, 2020, 3:03 PM IST

কলকাতা, 2 জুলাই : কোরোনায় মৃত্যু হল ভারতীয় সেনার এক ব্রিগেডিয়ারের । আজ আলিপুরের কমান্ড হাসপাতালে তাঁর মৃত্যু হয় । কলকাতার ইস্টার্ন কমান্ডের জনসংযোগ আধিকারিক খবরটি জানান ৷

ভারতীয় সেনাবাহিনীর ছ'টি অপারেশন কমান্ড রয়েছে । তার মধ্যে একটি ইস্টার্ন কমান্ড । যার হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে । সেখানেই কর্মরত ছিলেন এই ব্রিগেডিয়ার । বেশ কিছুদিন আগে তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা যায় । সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট এলে জানা যায়, তিনি কোরোনায় আক্রান্ত । তাঁর স্ত্রী এবং মেয়েও কোরোনায় আক্রান্ত হন বলে খবর । তিনজনকেই ভরতি করা হয়েছিল কমান্ড হাসপাতালে । দিনকয়েক আগে তাঁর স্ত্রী এবং মেয়ে সুস্থ হয়ে কোয়ার্টারে ফিরে যান । কিন্তু, ওই ব্রিগেডিয়ারের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ।

আজ সকালে তাঁর মৃত্যু হয়। এর আগে সেনাবাহিনীর চিকিৎসকের সংক্রমণের কথা সামনে এসেছিল । মার্চ মাসে তাঁর সংক্রমণ ধরা পড়ে । তিনি দিল্লি থেকে ফিরে কাজে যোগ দিয়েছিলেন । কর্নেল র‍্যাঙ্কের ওই অফিসার পরে সুস্থ হয়ে যান ।

Last Updated : Jul 2, 2020, 3:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details